৬ জন করোনা আক্রান্ত, বন্ধ ইউসিবিএল চট্টগ্রাম জুবিলী রোড শাখা

একসঙ্গে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ইউসিবিএল চট্টগ্রামের জুবিলী রোড শাখাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার থেকে ব্যাংকের এই শাখা সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
আক্রান্তদের একজন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
এ শাখায় কমপক্ষে ১৫ কর্মকর্তার কোভিড-১৯ উপসর্গ রয়েছে বলে জানিয়েছেন শাখা ব্যবস্থাপক আব্দুল করিম।
ইউসিবিএল'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জুবিলী রোড শাখা প্রধান মোহাম্মদ আব্দুল করিম বলেন, 'এখানে গত এক সপ্তাহ ধরে বেশ কয়েকজন কর্মকর্তা অসুস্থ হয়েছেন। অসুস্থদের কমপক্ষে ১৫ জনের মধ্যে করোনার উপসর্গ দেখা দেয়। তবে পরীক্ষা শেষে ৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। এতে বুধবার থেকে আমরা প্রধান কার্যালয়ের নির্দেশনায় শাখাটি বন্ধ রাখি।'
'এরমধ্যে আক্রান্ত এবং উপসর্গ থাকা কর্মকর্তারা নিজ নিজ বাসায় কোয়ারেন্টিন ও আইসোলেশনে রয়েছেন। গুরুতর অসুস্থ একজন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের আমরা নিয়মিত তদারকি করছি,' বলেন তিনি।
মোহাম্মদ আব্দুল করিম আরও বলেন, 'পুরো শাখা জীবানুমুক্ত করতে আমরা ইতোমধ্যে অভিজ্ঞদের পরামর্শে দুইবার জীবানুনাশক স্প্রে করেছি। আগামী রোববারের মধ্যে আরও কয়েকবার স্প্রে করব। এরপর আগামী রোববার শাখা খোলা হবে এবং যথা নিয়মে লেনদেন চলবে। তবে সব কর্মকর্তা একসঙ্গে দায়িত্ব পালনের পরিবর্তে আগের নিয়মে বাই রোটেশন দায়িত্ব পালন করবেন।'
'শাখা বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। তবে একইসঙ্গে আমরা গ্রাহকদের পার্শ্ববর্তী এনায়েত বাজার শাখা থেকে সব ধরনের লেনদেনের জন্য নোটিশ টাঙিয়েছি,' বলেন শাখা প্রধান।
এদিকে, চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, 'আমরা অসুস্থদের নিয়মিত টেস্ট করাচ্ছি এবং যথা নিয়মে আইসোলেশন মেনে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছি। তবে কোনো ব্যাংকে একসঙ্গে ৬ জনের আক্রান্ত হওয়ার বিষয়টি শুনিনি। হয়তো কয়েক দিনের নমুনা পরীক্ষা ৬ জন আক্রান্তের ঘটনা ঘটেছে।'
খবর নিয়ে ব্যাংকের শাখাটির সংশ্লিষ্টদের করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হবে বলে জানান তিনি।