৬৯ শতাংশ শিক্ষার্থীই অনলাইন ক্লাসে অনুপস্থিত: গবেষণা

মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা থেকে জানা গেছে, দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ৬৯ শতাংশই অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে অপারগ। শুধু তাই নয়; পর্যাপ্ত ডিভাইসের অভাবে ৫৮ শতাংশ শিক্ষার্থীর এই অনলাইন কার্যক্রমে প্রবেশের সক্ষমতাও নেই।
এদের মধ্যে আগের মতো আবার নিয়মিত স্কুলে যেতে চাচ্ছে ৭৫ শতাংশ শিক্ষার্থী।
'ইন্টারিম রিপোর্ট: রিওপেনিং স্কুল, হোয়েন অ্যান্ড হাউ?' শীর্ষক প্রতিবেদনটি ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের একটি ভার্চুয়াল সেমিনারে প্রকাশিত হয়।
আটটি বিভাগের আটটি জেলার ২১টি উপজেলা থেকে ৯৯২ শিক্ষার্থী, অভিভাবক, স্কুল কর্মকর্তা ও এনজিও কর্মীর ওপর গবেষণাটি চালানো হয়।
গবেষণা থেকে আরও জানা যায়, ৭৬ শতাংশ অভিভাবক, ৭৩ শতাংশ স্কুল কর্মকর্তা এবং ৮০ শতাংশ এনজিও কর্মী মনে করেন, স্কুল আর বন্ধ না রেখে খুলে দেওয়াই উচিত।
ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে স্কুল খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন। প্রথমে গ্রামাঞ্চলের স্কুলগুলো খুলে দিয়ে আস্তে আস্তে শহরেরগুলো খুলে দেওয়ার প্রস্তাব জানায় সংস্থাটি।