১০,৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়
মহান বিজয় দিবসের প্রাক্কালে রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সদস্যদের নাম জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

একাত্তরে মহান মুক্তিযুদ্ধে যারা পাক হানাদার বাহিনীকে পথঘাট চেনাতে ও মুক্তিযোদ্ধাদের তথ্য দিয়ে সহযোগিতা করেছে, তাদের নামের তালিকা প্রকাশ করছে সরকার।
রোববার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবসের প্রাক্কালে বেলা ১১টার দিকে রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সদস্যদের নাম জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
প্রথম পর্বে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছে। বাকিদের নাম পরবর্তীতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে https://molwa.gov.bd/ পাওয়া যাবে।