সিঙ্গাপুরে আরও দুই বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত
করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্কের মধ্যেই সিঙ্গাপুরে আরও দুই বাংলাদেশি শ্রমিক এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর এসেছে।
সিঙ্গাপুরের গণমাধ্যম স্ট্রেইটস টাইমস বলেছে, ৩০ ও ৩৭ বছর বয়সী এই দুই ব্যক্তি দেশটির সেলেটার অ্যারোস্পেস হেইটসে কাজ করেন। এর আগে সিঙ্গাপুরে আরও যে দুই বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তারাও একই জায়গায় কাজ করতেন।
সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, ওই দুই ব্যক্তির সিঙ্গাপুরে কাজ করার অনুমতি রয়েছে এবং সাম্প্রতিক সময়ে চীন ভ্রমণের কোনো রেকর্ডও তাদের নেই। তাদেরকে সিঙ্গাপুর ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজের দুটি আইসোলেশন কক্ষে রাখা হয়েছে।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে প্রথবারের মতো এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হন। তার পর ১২ ফেব্রুয়ারি আক্রান্ত হন আরও একজন।
