সাংবাদিক রিগ্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও অভিযুক্তদের শাস্তির দাবি

বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সুচিকিৎসা প্রদান এবং অভিযুক্ত ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিনসহ চারজনের দৃশ্যমান শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রংপুরে কর্মরত সাংবাদিকরা।
মানববন্ধনে রংপুর সিটি মেয়র, আওয়ামী লীগ-বিএনপি, ওয়ার্কাস পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে ওই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন।
সোমবার দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে রংপুর প্রেস ক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতি, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, মফস্বল সাংবাদিক ফোরাম, সিটি প্রেস ক্লাব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, তাজহাট প্রেস ক্লাব, মাহিগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন রংপুর সিটি মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রংপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, মহানগর আওয়ামীলী সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ।