সহকর্মীদের মনোবল বাড়াতে ঢামেক চিকিৎসকদের নাচ, ভিডিও ভাইরাল

করোনাভাইরাস মহামারির কারণে চারপাশের মৃত্যু আর আহাজারিতে যখন চিকিৎসকরাও বিমর্ষ হয়ে পড়েছেন তখন সহকর্মীদের মনোবল দিয়ে একটি নাচের ভিডিও তৈরি করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসক।
হাসপাতালের সার্জারি ইউনিটের ওই তিন ইন্টার্ন চিকিৎসকের নাচটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
নাচে অংশ নেওয়া ওই তিন চিকিৎসকের নাম ডা. শাশ্বত চন্দন, ডা. আনিকা শ্যামা ও ডা. দীপা বিশ্বাস।
ভিডিওতে দেখা যায়, হাসপাতালের জেনারেল অপারেশন থিয়েটারের করিডরে একজন পুরুষ ও দুইজন নারী চিকিৎসক মুখে মাস্ক দিয়ে সিলেট অঞ্চলের ভাষায় 'নয়া দামান' গানে নেচেছেন। তাদের এই ভিডিও দেখে ডাক্তারদের মধ্যে একটি উৎফুল্ল ভাব এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যতিক্রমি এই নাচের জন্য তারা প্রশংশাও কুঁড়িয়েছেন।