শেখ মণির ছেলে পরশের কাঁধেই যুবলীগের দায়িত্ব
নতুন কমিটিতে চেয়ারম্যান হয়েছেন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির ছেলে শেখ ফজলে শামস পরশ

শেখ ফজলে শামস পরশ।
নানা বিতর্কে জড়িয়ে ভাবমূর্তি খোয়ানোর পর তা ‘পুনরুদ্ধারের আশায়’ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগে নতুন নতুন নেতৃত্ব আনা হয়েছে।
নতুন কমিটিতে চেয়ারম্যান হয়েছেন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির ছেলে শেখ ফজলে শামস পরশ। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মইনুল হোসেন খান নিখিল।
শনিবার দিনব্যাপী যুবলীগের সম্মেলন শেষে বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।