রিজেন্ট গ্রুপ চেয়ারম্যান সাহেদের আরও ২৮ দিনের রিমান্ড

চার মামলায় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদের ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
রোববার ১০ দিনের রিমান্ড শেষে পুলিশ তাকে আদালতে হাজির করলে প্রতিটি মামলায় আলাদাভাবে ৭ দিন করে মোট ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর হেমায়ের উদ্দিন খান গণমাধ্যমে এসব তথ্য জানান।
অন্যদিকে, রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে ২১ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এর আগে, নকল কোভিড-১৯ নমুনা পরীক্ষা ও অর্থ আত্মসাতের অভিযোগে ১৬ জুন সাহেদ করিম ও মাসুদ পারভেজের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
১৫ জুন র্যাবের একটি টিম সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর সাহেদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় অন্তত ২০টি মামলা দায়ের করা হয়। এই বেশির ভাগই প্রতারণার মামলা।