মাহবুবুল হক শাকিলের ৫১তম জন্মোৎসব মঙ্গলবার

অকাল প্রয়াত কবি ও রাজনীতিবিদ মাহবুবুল হক শাকিলের ৫১তম জন্মদিন উপলক্ষে জন্মোৎসবের আয়োজন করা হয়েছে। কবির কবিতা থেকে আবৃত্তি, সঙ্গীত ও তার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভাসহ নানা আনুষ্ঠানিকতায় সাজানো হয়েছে বর্ণাঢ্য এ জন্মোৎসব।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এই উৎসব পালিত হবে।
এছাড়া এ উৎসবের মাধ্যমে তৃতীয়বারের মতো বাংলাদেশের একজন তরুণ কবিকে মাহবুবুল হক শাকিল পুরস্কার প্রদান করা হবে।
মাহবুবুল হক শাকিল সংসদের আহ্বায়ক ও বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে আলোচনা করবেন রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্ব।
প্রসঙ্গত, মাহবুবুল হক শাকিলের জন্ম ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর টাঙ্গাইলে। তার পৈতৃক নিবাস ময়মনসিংহে। তিনি নিয়মিত কবিতা লিখতেন। ‘খেরোখাতার পাতা থেকে’, ‘জলে খুঁজি ধাতব মুদ্রা’ ও ‘মন খারাপের গাড়ী’ নামে তার তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া ‘ফেরা না ফেরার গল্প’ নামে একটি গল্পগ্রন্থও রয়েছে তার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে পুনরায় সরকারের দায়িত্ব নেওয়ার পরে মাহবুবুল হক শাকিলকে অতিরিক্ত সচিবের মর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে তিনি এই দায়িত্ব পালন করেন।
২০১৬ সালের ৬ ডিসেম্বর গুলশানের একটি রেঁস্তোরা থেকে প্রয়াত এই কবির মরদেহ উদ্ধার করা হয়। তার স্মৃতি রক্ষায় পরের বছর ‘মাহবুবুল হক শাকিল সংসদ’ গঠন করে এর আহবায়ক কমিটি করা হয়।