ভারত থেকে ২০০ টন তরল মেডিক্যাল অক্সিজেন দেশে পৌঁছেছে

ভারত থেকে ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেনের (এলএমও) তৃতীয় চালান নিয়ে 'অক্সিজেন এক্সপ্রেস' ট্রেন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছেছে।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১টায় ইন্দ্রো বাংলা 'অক্সিজেন এক্সপ্রেস' ট্রেনটি ১০টি অক্সিজেনবাহী কন্টেইনার নিয়ে এই রেলস্টেশনে পৌঁছে বলে জানান বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন মাস্টার ইসমাইল হোসেন।
তিনি বলেন, শনিবার সকাল থেকে ট্রেনের কন্টেইনার থেকে অক্সিজেন লরির কন্টেইনারে খালাস কার্যক্রম শুরু হয়েছে। লরিতে তরল অক্সিজেন খালাসের পর আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ সড়ক পথে এসব লরি নারায়ণগঞ্জের রূপগঞ্জ কারখানায় নিয়ে যাচ্ছে। সেখানে প্রক্রিয়াজাত করে এই অক্সিজেন দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করবে।
লিনডে বাংলাদেশ তৃতীয় বারের মতো রেলপথে ভারত থেকে এ নিয়ে ৬০০ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করলো। এরআগে ২৫ ও ২৮ জুলাই একই পথে দু'দফা ২০০ মেট্রিক টন করে অক্সিজেন দেশে আনা হয়।