বিষাক্ত মদপানে রংপুরে আরও ৩ জনের মৃত্যু

বিষাক্ত মদপানে রংপুরের সদর উপজেলার শ্যামপুরে মারা গেছে তিন জন। অসুস্থ হয়ে পড়েছে অন্তত পাঁচ জন। এনিয়ে রংপুরে তিন দিনে মদপানের বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু হলো।
রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানান, শ্যামপুর এলাকায় গত সোমবার ও মঙ্গলবার বিভিন্ন সময়ে বিষাক্ত মদ পান করে প্রায় ১০ ব্যক্তি অসুস্থ হয়েছে। বিষক্রিয়ায় অসুস্থ্ হয়ে তারা পুলিশকে না জানিয়ে নিজ বাড়িতেই চিকিৎসা নেয়।
'এরমধ্যে মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত ওই মদের বিষক্রিয়ায় মারা যান তিন জন। এরা হলেন স্টেশনপাড়ার আব্দুল হামিদের পুত্র নূর ইসলাম, পুটিমারী এলাকার মৃত জোনাব আলীর পুত্র সারোয়ার হোসেন এবং একই এলাকার মোস্তফা মিয়া।'
এসপি আরও জানান, আরও অন্তত পাঁচজন গুরুতর অসুস্থ্ এ ঘটনায়। তাদেরকে বাসাবাড়িতে গোপনে চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা অনুসন্ধান চালাচ্ছি।
এর আগে গতকাল মঙ্গলবার পীরগঞ্জের শানেরহাটে ৬ জন মারা যান। এ্নিয়ে রংপুরে গত তিন দিনে মদপানে মারা গেলেন সর্বমোট ৯ জন। অসুস্থ ৮ জনকে রংপুর মেডিকেল কলেজ হা্সপাতালসহ বাসাবাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
এর আগে গতকাল সোমবার বেলা ১১ টা থেকে বিকেল সাড়ে চারটার মধ্যেই অসুস্থ ৬ জন মারা যান।
তারা হলেন; খোলাহাটির খলিল মিয়ার পুত্র আব্দুর রাজ্জাক, রাতিয়াবাজিতপুরের সাদুল্লাপুর এলাকার দুলা মিয়া, বড় পাহারপুর এলাকার উদ্দিনের কমর উদ্দিনের পুত্র জাহিদুল হক, বাজিতপুরের চন্দন কুমার এবং হরিরামপুরের সিরাজুল মিস্ত্রির দুই ছেলে লুলু ও সোলিম মিয়া।
এদের মধ্যে তিনজনই মাদক ব্যবসায়ী। চোলাই মদের বিষক্রিয়ায় আরো দুইজন গুরুতর অসুস্থ হওয়ায়, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
তিনি বলেন, ঘটনাটির তদন্ত করা হচ্ছে। তদন্তের প্রতিবেদন আসলে, যারা এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পীরগঞ্জ থানার ওসিসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে আর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নেয়া হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে মদপানের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে নাকি এর সঙ্গে অন্য কিছু জড়িত আছে।