বিদ্যুতের দাম আবারও বাড়ল

আবারও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। পাইকারিতে বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ এবং সঞ্চালন বাবদ বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। এর মধ্যে ভোক্তাকে বহন করতে হবে ৫ দশমিক ৩ শতাংশ। মার্চ মাস থেকে নতুন মূল্যহার কার্যকর হবে।
বিদ্যুত কিনতে বিতরণকারী কোম্পানিগুলোকে আগের চেয়ে ১৩ দশমিক ৭ শতাংশ বেশি ব্যয় করতে হবে, এর মধ্যে ৫ দশমিক ৩ শতাংশ গ্রাহকের কাছ থেকে নেবে তারা।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের দাম পুনর্নির্ধারণের প্রস্তাবের ওপর গণশুনানির সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশনের চেয়ারম্যান মো. আব্দুল জলিল নতুন এ মূল্য হার ঘোষণা করেন।

সর্বশেষ ২০১৭ সালের নভেম্বরে পাইকারি বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ায় সরকার, যা ডিসেম্বর থেকে কার্যকর হয়।
গত বছরের জুনের শেষে গ্যাসের দাম বাড়ানোর দুই মাসের মাথায় বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানোর জন্য বিইআরসিতে প্রস্তাব পাঠায় বিতরণ কোম্পানিগুলো। গত ২৮ নভেম্বর এসব প্রস্তাবের গণশুনানি ওপর শুরু হয়।
এতে পাইকারিতে ইউনিট প্রতি বিদ্যুতের দাম ২৩ দশমিক ২৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।