পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে আলোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে আলোচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
"মহামারির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য জন্য আগামী সপ্তাহে কমিটি গঠনের বৈঠক অনুষ্ঠিত হবে," মন্ত্রীসভার বৈঠকের পর গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুনরায় হল খুলে দেওয়ার দাবিতে বিগত বেশ কিছুদিন যাবত আন্দোলন করছেন।
কোভিড-১৯ মহামারির কারণে গত বছরের মার্চেই সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এতোদিন পর্যন্ত অনলাইনেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম চলমান ছিল ।