দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত মেনে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া আজ রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।
সকাল ৯টার দিকে এক বুলেটিন এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং দমকা বাতাস বয়ে যেতে পারে।
তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।