চাপ কমানো না গেলে ভেঙে পড়বে স্বাস্থ্যসেবা: স্বাস্থ্যমন্ত্রী
করোনা আক্রান্ত রোগীদের চাপ কমানো সম্ভব না হলে দেশের স্বাস্থ্যসেবা খাত ভেঙ্গে পড়বে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১৫ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ সম্প্রসারণ ও বহির্বিভাগ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "উত্তর ও দক্ষিণবঙ্গে করোনার সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। লকডাউনের সুফল শুরু হয়েছে। তবে গ্রামে বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। তাদের সচেতনতার অভাব রয়েছে। তারা শুরুতেই হাসপাতালে আসতে চান না। ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধিদের বাড়ি বাড়ি গিয়ে রোগী খোঁজার পরামর্শ দেওয়া হয়েছে।"
মন্ত্রী আরও বলেন, "জেলা ও উপজেলায় আইসোলেশন শয্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এতে প্রায় সাত হাজার শয্যার ব্যবস্থা হবে।"
প্রান্তিক পর্যায়ে যারা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন না তাদের জন্য ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্র ব্যবহারের মাধ্যমে নিবন্ধনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এছাড়া, টিকা দেওয়ার ক্ষেত্রে বয়সসীমা কমানোর ব্যাপারে চিন্তাভাবনা চলছে বলেও তিনি মন্তব্য করেন।
"স্কুল কলেজ খোলার স্বার্থেই ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে। ভ্যাকসিন সংরক্ষণের জন্য ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে ফ্রিজ কেনার কথা বলা হয়েছে," বলেন স্বাস্থ্যমন্ত্রী।
