গৃহ শ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতিসহ ৮ দফা দাবি

গৃহ শ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি সহ ৮ দফা দাবি জানিয়েছে 'হোম-বেইজড ওয়ার্কার্স রাইটস নেটওয়ার্ক বাংলাদেশ'।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি। এতে নেটওয়ার্কভুক্ত ১৪টি সংগঠন সহ প্রায় ৫০ জনের বেশি গৃহ-ভিত্তিক শ্রমিক অংশগ্রহণ করেন।
২০ অক্টোবর আন্তর্জাতিক গৃহ-ভিত্তিক শ্রমিক দিবস। ২০২১ সালের দিবসটির প্রতিপাদ্য হচ্ছে 'উই শ্যাল ওভারকাম'।
হোম-বেইজড ওয়ার্কার্স রাইটস নেটওয়ার্ক বাংলাদেশের দাবিগুলোর মধ্যে রয়েছে- দেশের শ্রম আইনে গৃহ-ভিত্তিক শ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি ও মর্যাদা দেয়া, গৃহ-ভিত্তিক শ্রমিকদের ন্যায্য মজুরী ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা, অবিলম্বে আন্তর্জাতিক শ্রম সংস্থা- আইএলও কনভেনশন ১৭৭ এর প্রতি অনুসমর্থন করা, গৃহ-ভিত্তিক শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা, কর্মক্ষেত্রে সকল প্রকার বৈষম্য ও হয়রানিসহ যৌন নির্যাতনের অবসান ঘটানো, গৃহ-ভিত্তিক শ্রমিকদের সামাজিক সুরক্ষায় নিয়ে আসা, তাদের বীমার আওতায় আনা, জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব থেকে সুরক্ষা প্রদান করা।
নেটওয়ার্কের সদস্য সংগঠন বাংলাদেশ ওসি ফাউন্ডেশনের চেয়ারপার্সন সাকি রিজওয়ানা, বাংলাদেম ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের মহিলা কামিটির সভাপতি ফরিদা আক্তার, সমতা বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ারুজ্জামান রতন, লেবার অ্যাট ইনফরমাল ইকোনোমিক সমন্বয়কারী ফরিদা খানম মানববন্ধনে বক্তব্য রাখেন।
আগারগাঁও এলাকার গৃহ-ভিত্তিক শ্রমিক নেতৃ হাসিনা আক্তার মানববন্ধনে বলেন, "আমার আয়ে সংসার চলে অথচ আমার কোন স্বীকৃতি নেই। আমিও একজন শ্রমিক, আমি আমার মর্যাদা চাই। শ্রমিক হিসেবে আমার সুযোগ সুবিধা চাই"।