খুলনায় সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল নিহত
খুলনার ডুমুরিয়ায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে শফিকুল ইসলাম (৪২) নামে এক ল্যান্স কর্পোরাল নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ সেনা সদস্য।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের বালিয়াখালী ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, সোমবার সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় অংশ নিতে বরিশাল সেনানিবাসের বেশ কয়েকজন সদস্য একটি ট্রাকে সাতক্ষীরায় যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে ডুমুরিয়া উপজেলার বালিয়াখালী ব্রিজের পূর্ব পাড়ে বাক নেয়ার সময় চাকা পাংচার হয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পানি ভর্তি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল শফিকুল ইসলাম ওরফে শফিক নিহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সোমবার সন্ধ্যায় ছয়জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
