খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে প্রতিবাদ সমাবেশ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সকাল ১০টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ৯টা থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইতোমধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার ছয় দিন পর ১৩ নভেম্বর ফের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চোখ ও দাঁতের জটিলতায় ভুগছেন।
চিকিৎসকরা আরও বলেছেন যে, খালেদা জিয়া এখন গুরুতর কার্ডিয়াক ও কিডনি সমস্যায় ভুগছেন। তার রক্তে সুগার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে।
এ বছরের এপ্রিলে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। এরপর তিনি বাড়িতে চিকিৎসা গ্রহণ করেন। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৮ মে তিনি করোনামুক্ত হন।
এরপর থেকে খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য বলে আসছিল তার পরিবার ও বিএনপি।
খালেদাকে যেন বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার সুযোগ দেওয়া হয়, সেজন্য পরিবারের পক্ষ থেকে খালেদার ছোট ভাই শামীম ইস্কান্দার ১১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জমা দেন।
কিন্তু সরকার বলছে, সাময়িক মুক্তির শর্ত অনুসারে তিনি বাংলাদেশ ছাড়তে পারবেন না।