৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে, সৌদি আরবের অনুদান নেই: প্রেস সচিব

সরকারি অর্থায়নে নির্মিত ৫৬০টি মডেল মসজিদে ব্যাপক অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তদন্ত করে দেখছে।
এসব মসজিদ নির্মাণে সৌদি সরকারের কোনো অনুদান ছিল না বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, 'পতিত স্বৈরাচার সরকার এক বিলিয়ন ডলার ব্যয়ে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছে। তাদের সমর্থকেরা বলতে চেষ্টা করেন, এটি সৌদি সরকারের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প। কিন্তু সৌদি আরব এখানে এক টাকাও দেয়নি। এটি জনগণের করের টাকায় বাস্তবায়িত একটি প্রকল্প।'
তিনি বলেন, 'মসজিদ নির্মাণে অনেক অনিয়মের অভিযোগ উঠেছে। যেমন, এক প্রভাবশালী মন্ত্রী তার এলাকায় শহরের পরিবর্তে আট কিলোমিটার দূরে, যেখানে তিনি একটি রিসোর্ট করছেন, সেখানে সরকারি অর্থায়নে মসজিদ নির্মাণ করেছেন। প্রতিটি মসজিদের নির্মাণ ব্যয় ১৭ কোটি টাকা। অনেকেই মনে করেন, এটি অর্ধেক খরচে নির্মাণ করা সম্ভব ছিল।'
তিনি জানান, এই বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় প্রকল্পের দুর্নীতি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে।
প্রেস সচিব বলেন, 'এই কমিটি মসজিদ নির্মাণে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, তা তদন্ত করে দেখবে।'
এদিকে, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর নিয়ে তিনি বলেন, আগামী ২৬ মার্চ চার দিনের জন্য প্রধান উপদেষ্টা চীন সফরে যাবেন। সেখানে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে অনেক আন্তর্জাতিক নেতা অংশ নেবেন। অধ্যাপক ইউনূসও ওই সম্মেলনে বক্তব্য রাখবেন।
প্রেস সচিব আরও বলেন, 'ছয়টি সংস্কার কমিশন প্রায় দুই হাজার সুপারিশ দিয়েছে। এর মধ্যে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলোর বাস্তবায়নে রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয় নীতিগতভাবে এসব বাস্তবায়ন করতে পারে।'
তিনি বলেন, 'এই সুপারিশগুলোর বাস্তবায়ন দ্রুত করার বিষয়ে আজ প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। এ নিয়ে কাজ চলছে। একটি নথি প্রস্তুত করা হচ্ছে, যেখানে উল্লেখ থাকবে কোন কোন কাজ বাস্তবায়ন করা হবে। প্রতিটি মন্ত্রণালয়ে এই সিদ্ধান্তগুলো পাঠানো হবে, যাতে তারা নিজ নিজ উদ্যোগে কার্যকর করতে পারে।'