‘বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের সাহস জোগায়’: নারীর প্রতি সহিংসতা ও হয়রানি বৃদ্ধির নিন্দা ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে নারীর প্রতি সহিংসতা ও হয়রানির ঘটনা বেড়ে যাওয়ার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন।
আজ শুক্রবার (৭ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, 'নারী শিক্ষার্থী, শ্রমিক ও পেশাজীবীরা শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক প্লেসে ইভটিজিং, যৌন নিপীড়ন ও সহিংসতাসহ হয়রানির শিকার হচ্ছেন। ধর্ষণ ও হত্যার ঘটনাও বাড়ছে।'
তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে কঠোর শাসন ও ন্যায়বিচারের অভাবে এ ধরনের অপরাধ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিচারহীনতার এই সংস্কৃতি অপরাধীদের সাহস জুগিয়েছে, যা নারীদের বিরুদ্ধে আরও সহিংসতার সৃষ্টি করছে।'
মির্জা ফখরুল বলেন, 'আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে রাস্তাঘাটে, শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের প্রতি হয়রানি বেড়ে যাচ্ছে, যা একটি বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করছে। এসব ঘটনা বিশৃঙ্খলা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করছে।'
তিনি আরও বলেন, 'নারীর মর্যাদা ও স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, যা একটি সাংবিধানিক অধিকার। নারীর প্রতি সহিংসতাসহ চলমান অরাজকতায় দেশের মানুষ গভীরভাবে উদ্বিগ্ন।'
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, 'দেশের উন্নয়ন ও অগ্রগতিতে পুরুষের পাশাপাশি নারীরাও অগ্রণী ভূমিকা পালন করছে। শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে তাদের অবদান অত্যন্ত প্রশংসনীয়। এমনকি বিদেশেও বাংলাদেশের নারীরা তাদের অর্জনের মাধ্যমে সম্মান বয়ে আনছেন।'
সবাইকে দায়িত্বশীল আচরণ ও সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি ন্যায়বিচার নিশ্চিত করতে এবং দেশে শান্তি ফিরিয়ে আনতে নারীর প্রতি সহিংসতা ও অন্যান্য নৈরাজ্যকর পরিস্থিতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।