খাদ্য সহায়তা চেয়ে বগুড়া জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি

করোনাভাইরাসের প্রভাবে খেটে খাওয়া মানুষের সাহায্যে বগুড়াসহ কয়েকটি জেলায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ স্বাক্ষরিত বিজ্ঞতিতে বলা হয়েছে, দূর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ সালের ৩২-এর ৫ নাম্বার অনুচ্ছেদ মোতাবেক এ কমিটি গঠন করা হয়েছে।
বেকার ও খেটে খাওয়া মানুষদের সহযোগিতার জন্য ওই গণবিজ্ঞপ্তিতে ব্যক্তি ও সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে চাল,ডাল, তেল, আলু, শুকনা খাবার, স্যানিটাইজার, মাস্ক ও সাবানসহ প্রয়োজনীয় সামগ্রী জেলা প্রশাসকের কার্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা শাখায় জমা দেওয়া যাবে।

বগুড়ার জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আজার আলী মন্ডল জানান, রাজশাহী, ঢাকা, নারায়গঞ্জ, নীলফামারী, ঝিনাইদহ ও মাগুরাসহ বিভিন্ন জেলায় এ গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।