আম্পান: ঝড়ে গাছচাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

আম্পানের কারণে সৃষ্ট ঝড়ে গাছচাপা পড়ে সিদ্দিক ফকির নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে ভোলার চরফ্যাশনের কচ্চপিয়া এলাকায় ওই ব্যক্তি গাছচাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধিন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘনা ও তেতুলয়া নদীতে স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ৭ ফুট পানি বেড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। টানা ধমকা হাওয়া থাকায় উত্তাল মেঘনা।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানিয়েছেন, দুপুরের জোয়ারে প্রায় ৫ ফুট বৃদ্ধি পেয়েছে। সকল বাঁধ ঝুকিমুক্ত রয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, জরুরি পরিস্থিতি মোকাবেলা তারা প্রস্তুত আছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, দুর্গম ও চারাঞ্চলের প্রায় তিন লাখ মানুষকে এক হাজার ১০৪টি আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। এখনো যারা নিরাপদ আশ্রয়ে আসতে পারেননি, তাদের উদ্ধারে কোস্টগার্ড পুলিশের পাশাপশি সিপিপির স্বেচ্ছাসেবীরা কাজ করছেন।
এদেরকে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।