Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
December 28, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, DECEMBER 28, 2025
ভালোবাসার জন্য রাজসিংহাসন বিসর্জন দিয়েছেন যারা

ফিচার

টিবিএস ডেস্ক
14 February, 2022, 01:05 pm
Last modified: 14 February, 2022, 03:06 pm

Related News

  • ভালোবাসা দিবসে গোলাপ বিকিয়েছে চড়া মূল্যে, অসন্তোষ ক্রেতাদের
  • ভালোবাসার মানুষের হাত ধরার অনুভুতি কেন এত শক্তিশালী?
  • জীবন ও প্রেম কোনোটাই আদতে রূপকথা নয়
  • ভ্যালেন্টাইনস ডে: রোমানদের আনন্দ উৎসব নাকি ধর্মযাজকের মৃত্যুর স্মরণ!
  • নবজীবনের জয়গান নিয়ে এলো পহেলা ফাল্গুন, রাজধানীতে চলছে উদযাপন 

ভালোবাসার জন্য রাজসিংহাসন বিসর্জন দিয়েছেন যারা

ইতিহাসের বাঁকে বাঁকে বেশ কয়েকজন ভালোবাসার জন্য বিসর্জন দিয়েছেন তাদের রাজক্ষমতা। অনেকের মতে, চুনকালি মাখিয়েছেন তাদের পরিবারের মুখেও!
টিবিএস ডেস্ক
14 February, 2022, 01:05 pm
Last modified: 14 February, 2022, 03:06 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

অমৃতসুধা বলে যদি আসলেই কিছু থেকে থাকে, ভালোবাসা অবশ্যই সেরকম কিছু। এটি আমাদের কখনো দুর্বল করে দেয়, কখনো আবার করে তোলে অসীম শক্তিতে বলিয়ান। ভালোবাসার অনুপ্রেরণায় আমরা করতে পারি গোটা বিশ্বকে জয়। আবার ভালোবাসার তাড়নায়ই বিসর্জন দিতে পারি জাগতিক যাবতীয় সুখ-স্বাচ্ছন্দ্য। 

ইতিহাসের বাঁকে বাঁকে বেশ কয়েকজন রাজকীয় ব্যক্তিত্ব ভালোবাসার জন্য ঠিক এই কাজটিই করেছেন : লাখ লাখ মানুষকে নিজেদের অঙ্গুলিহেলনে নাচানোর মতো ক্ষমতাকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন ভালোবাসার টানে। আজ আমরা জানব সেরকমই কয়েকজনের ব্যাপারে। 

রাজা অষ্টম এডওয়ার্ড 

রাজা অষ্টম এডওয়ার্ড ও ওয়্যালিস সিম্পসন। ছবি: রয়টার্স

ডিউক অব উইন্ডসর ছিলেন রাজা পঞ্চম জর্জের জ্যেষ্ঠ পুত্র। ১৯৩৬ সালের জানুয়ারিতে রাজা অষ্টম এডওয়ার্ড হিসেবে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন, এবং সে বছর ডিসেম্বরেই তিনি ক্ষমতা ছাড়েন। 

কারণ? ভালোবাসার নারীকে বিয়ে করতে না পারা। রাজত্ব পরিচালনার যে বিষম চাপ তার কাঁধে চেপে বসেছিল, ভালোবাসার মানুষটিকে স্ত্রী হিসেবে পাশে না পেলে সেই কাজটি চালিয়ে যেতে পারছিলেন না তিনি। তাই শেষমেশ নিয়ে ফেলেন ক্ষমতা বিসর্জনের চরম সিদ্ধান্ত। এবং এর মাসছয়েক বাদেই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন এক আমেরিকান ডিভোর্সি, ওয়্যালিস সিম্পসনকে। 

অনেকেরই বিশ্বাস, এই 'স্ক্যান্ডালের ঘটনা' রাজপরিবারের মুখে 'চুনকালি' মাখিয়ে দেয়। নাড়িয়ে দেয় গোটা বিশ্বকেও। তবে ব্যক্তিজীবনে এডয়ার্ড ও সিম্পসন কিন্তু 'হ্যাপিলি এভার আফটার'-ই পেয়েছিলেন। ১৯৭২ সালে এডওয়ার্ডের মৃত্যুর আগ পর্যন্ত তারা নিজস্ব নির্বাসনে পরস্পরের সান্নিধ্যেই ছিলেন। 

চার জাপানি রাজকন্যা

আতসুকো ও তাকামাসা ইকেদা। ছবি: সুজি ফুরুকাওয়া

জাপানি সম্রাট হিরোহিতোর ২১ বছর বয়সী কন্যা, প্রিন্সের আতসুকো ১৯৫২ সালের অক্টোবরে তাকামাস ইদকা নামে নিজের চেয়ে চার বছর বড় এক খামারিকে বিয়ে করেন। রাজপরিবারের অনেক সদস্যই তাদের বিয়ের অনুষ্ঠানে অংশ নিলেও, রাজা নিজে সেখানে যাননি। অবশ্য তার না যাওয়ার কারণ বিয়েতে আপত্তি ছিল না। তিনি নাকি "ঠান্ডা বাঁধিয়ে শয্যাশায়ী" ছিলেন!

এদিকে জাপানি সম্রাট আকিহিতো ও সম্রাজ্ঞী মিচিকোর একমাত্র কন্যা, প্রিন্সেস সায়াকো ২০০৫ সালে নিজের রাজ খেতাব জলাঞ্জলী দিয়ে বিয়ে করেন প্রেমিক, আর্বান প্ল্যানার ইয়োশিকি কুরোদাকে। 

বিয়ের পর রাজকন্যা বলেছিলেন, তিনি জীবনে নতুন কিছু শিখতে চান এবং এগিয়ে যেতে চান। কিন্তু তার এগিয়ে চলার পথ মসৃণ ছিল না। রাজপরিবার থেকে যেমন তাকে বের করে দেওয়া হয়, তেমনই হারান নিজের প্রাপ্য সব অর্থসম্পদও। 

জাপানি আইন অনুযায়ী, এ ধরনের পরিস্থিতিতে রাজপুত্রদের তেমন কোনো সাজার সম্মুখীন না হতে হলেও, রাজকন্যাদেরকে রাজকীয় খেতাব থেকে শুরু করে ভাতা, সবকিছুই বিসর্জন দিতে হয়। প্রিন্সেস সায়াকোকেও ঠিক তা-ই করতে হয়েছিল। 

ইয়োশিইয়ুকি কুরোদা ও সায়াকো কুরোদা। ছবি: রয়টার্স

২০১৮ সালের অক্টোবরে প্রিন্সেস হিসাকো ও প্রিন্স তাকামাদোর কন্যা, প্রিন্সেস আয়াকো বিয়ে করেন একটি শিপিং কোম্পানির কর্মচারী কেই মোরিয়াকে। তাদের দুজনের ভালোবাসায় কোনো খাদ ছিল না, কিন্তু নিজের পূর্বসূরীদের মতো, আয়াকোকেও হারাতে হয় তার রাজ উপাধি। 

ভালোবাসার জন্য সবকিছু ছেড়েছুড়ে আসা আরেক রাজকন্যা হলেন প্রিন্সেস মাকো। তিনি ২০২১ সালে বিয়ে করেন এক অতি সাধারণ নাগরিক কেই কোমুরোকে। আর সেই বিয়ের সাথে সাথেই অতীতের সকল মর্যাদা হারান মাকো। 

সুইডিশ রাজপুত্রেরা

কার্ল ইয়োহান ও কার্স্টিন উইকমার্ক। ছবি: সংগৃহীত

১৯৪৬ সালের ফেব্রুয়ারি মাস। সুইডেনের প্রিন্স কার্ল ইয়োহান প্রেমে পড়েন সাংবাদিক কার্স্টিন উইকমার্কের। এতটাই তীব্র ছিল তার আবেগ যে, খুবই অল্প সময়ের মধ্যেই নিজের রাজ পদমর্যাদাকে ব্বিদায় বলে উইকমার্ককে বিয়ে করে নেন তিনি। 

তবে এক্ষেত্রে কার্ল ইয়োহান কিন্তু একা নন। তার আগে তার বাবার এক চাচাও ১৮৮৮ সালে ঠিক এভাবেই প্রেমের টানে বেরিয়ে এসেছিলেন রাজপরিবার থেকে। ১৯৩২ সালে একই কাজ করেছিলেন তার আরেক চাচাতো ভাই লেনার্ট, এবং জোহানের নিজের ভাই সিগভার্দও। তার আরেক ভাই বার্টিলও তিন দশক ধরে প্রেমের পর, অবশেষে ১৯৭৬ সালে বিয়ে করেন এক সাধারণ নারীকে।  

প্রিন্স ফ্রিসো

প্রিন্স ফ্রিসো ও ম্যাবেল। ছবি: সংগৃহীত

প্রিন্স ফ্রিসো পরিচিতি পেয়েছিলেন 'প্রিন্স ব্রিলিয়ান্ট' হিসেবে। আদতে তিনি ছিলেন নেদারল্যান্ডের রানি বিয়াট্রিক্সের ছেলে। মাবেল উইজি স্মিট নামের এক নারীকে ভালোবেসেছিলেন প্রিন্স ফ্রিসো। আর তাই তিনি সবকিছুকে নির্দ্বিধায় ত্যাগও করেছিলেন। ফ্রিসো-স্মিট দম্পতি অরেঞ্জ-নাসাউয়ের সম্মানসূচক প্রিন্স ও প্রিন্সেস খেতাব ধরে রেখেছিলেন ঠিকই, কিন্তু বিয়ের পর প্রিন্স ফ্রিসো ক্ষমতার উত্তরাধিকার হারান। 

প্রিন্সেস উবলরত্না রাজকন্যা

প্রিন্সেস উবলরত্না রাজকন্যা। ছবি: রয়টার্স

থাই রাজপরিবারের সদস্য, প্রিন্সেস উবলরত্না রাজকন্যা ১৯৭২ সালে উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্যে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। প্রথম তিনি ভর্তি হন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-তে। সেখানে তিনি এক আমেরিকান তরুণ পিটার ল্যাড জেনসেনের প্রেমে পড়েন। মিসেস জেনসেন হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে পরিবার থেকে বের করে দেওয়া হয়। দুঃখজনকভাবে, জেনসেন দম্পতির প্রেমকাহিনিও চিরস্থায়ী হয়নি। আপাত সুখী এই দম্পতির ১৯৯৮ সালে বিবাহবিচ্ছেদ হয়। ততদিনে তারা বনে গেছেন তিন সন্তানের বাবা-মা। কিন্তু বলাই বাহুল্য, ওই তিন সন্তানের কেউই রাজ ক্ষমতার উত্তরাধিকারী নন। 

 

Related Topics

টপ নিউজ

ভ্যালেন্টাইনস ডে / সিংহাসন / ভালোবাসা দিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার জন্য ছাত্রদলের প্রস্তুতকৃত বুথগুলোতে সংগঠনটির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। ছবি: টিবিএস
    'প্রটোকল' ভেঙে তারেক রহমানের সঙ্গে ডাকসুর ভিপি-এজিএস প্রার্থীর উপস্থিতির অভিযোগে কর্মসূচি বয়কট ছাত্রদলের একাংশের
  • ছবি: সংগৃহীত
    নকলকারীদের কায়দাতেই নকল ঘড়ির দাপট কমাতে চাইছে রোলেক্স!
  • জামায়াতের সাথে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে চিঠি এনসিপির ৩০ নেতার
    জামায়াতের সাথে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে চিঠি এনসিপির ৩০ নেতার
  • ছবি: রয়টার্স
    প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইসরায়েল
  • পূর্বে সনাক্ত করা সড়কটির একটি অংশ।। প্রত্নতাত্ত্বিকরা ধীরে ধীরে পুরো পথটি সংযুক্ত করার কাজ করছেন। ছবি: হ্যান্ডআউট
    চীনে ২ হাজার বছর পুরোনো অক্ষত চার লেনের মহাসড়কের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা
  • ছবি: টিবিএস
    কেরানীগঞ্জে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৪০০ লিটার কেমিক্যাল উদ্ধার

Related News

  • ভালোবাসা দিবসে গোলাপ বিকিয়েছে চড়া মূল্যে, অসন্তোষ ক্রেতাদের
  • ভালোবাসার মানুষের হাত ধরার অনুভুতি কেন এত শক্তিশালী?
  • জীবন ও প্রেম কোনোটাই আদতে রূপকথা নয়
  • ভ্যালেন্টাইনস ডে: রোমানদের আনন্দ উৎসব নাকি ধর্মযাজকের মৃত্যুর স্মরণ!
  • নবজীবনের জয়গান নিয়ে এলো পহেলা ফাল্গুন, রাজধানীতে চলছে উদযাপন 

Most Read

1
আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার জন্য ছাত্রদলের প্রস্তুতকৃত বুথগুলোতে সংগঠনটির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। ছবি: টিবিএস
বাংলাদেশ

'প্রটোকল' ভেঙে তারেক রহমানের সঙ্গে ডাকসুর ভিপি-এজিএস প্রার্থীর উপস্থিতির অভিযোগে কর্মসূচি বয়কট ছাত্রদলের একাংশের

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নকলকারীদের কায়দাতেই নকল ঘড়ির দাপট কমাতে চাইছে রোলেক্স!

3
জামায়াতের সাথে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে চিঠি এনসিপির ৩০ নেতার
বাংলাদেশ

জামায়াতের সাথে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে চিঠি এনসিপির ৩০ নেতার

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইসরায়েল

5
পূর্বে সনাক্ত করা সড়কটির একটি অংশ।। প্রত্নতাত্ত্বিকরা ধীরে ধীরে পুরো পথটি সংযুক্ত করার কাজ করছেন। ছবি: হ্যান্ডআউট
আন্তর্জাতিক

চীনে ২ হাজার বছর পুরোনো অক্ষত চার লেনের মহাসড়কের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

কেরানীগঞ্জে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৪০০ লিটার কেমিক্যাল উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net