Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
November 08, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, NOVEMBER 08, 2025
সৃজনশীলতা বাড়াতে চান? তাহলে টমাস এডিসন ও সালভাদর দালির মতো ঘুমিয়ে নিন!

ফিচার

টিবিএস ডেস্ক
15 December, 2021, 10:10 am
Last modified: 15 December, 2021, 10:17 am

Related News

  • ঘুমের সমস্যার সমাধান কি 'বিস্ময়কর খনিজ' ম্যাগনেসিয়ামেই লুকিয়ে আছে?
  • রাতের ঘুম যেভাবে মস্তিষ্ক ‘পরিষ্কার’ করে দেয়
  • মস্তিষ্কের ছোট এই ‘নীল বিন্দু’ যেভাবে আপনার ঘুমকে নিয়ন্ত্রণ করে
  • ফোনের নীল আলো কি সত্যিই ঘুমের শত্রু?
  • অন্য কারও ঘুমের ভেতর

সৃজনশীলতা বাড়াতে চান? তাহলে টমাস এডিসন ও সালভাদর দালির মতো ঘুমিয়ে নিন!

দু'জনেই ঘুমের সময় হাতে রাখতেন ছোটখাট কোনো বস্তু। নিদ্রা গভীর হলে সেটি মাটিতে পড়ে শব্দ হতো, আর তাতেই জেগে উঠতেন তারা।
টিবিএস ডেস্ক
15 December, 2021, 10:10 am
Last modified: 15 December, 2021, 10:17 am
১৯০৪ সালে নিজের ওয়ার্কশপে ঘুমন্ত অবস্থায় টমাস এডিসন; ছবি-সংগৃহীত

সৃজনশীল হতে চান। নাকি গুণটির সহজাত অধিকারী আপনি? তবে কী আছে আরো বিখ্যাত হবার আশা? যদি বলা হয় সে উপায় খুবই সহজ, শুধু নিদ্রাদেবীকে একটু কম তুষ্ট করলেই হবে। 

একজন বিখ্যাত বিজ্ঞানী ও অমর শিল্পী- দুজনের থেকে কৌশলটি রপ্ত করে নিন তবে। স্বপ্রতিভায় জগদ্বিখ্যাত দুজনেই। তবে সৃষ্টি সুখের উল্লাসে মাতা বিরল মানুষদের সব সময়েই চাই উদ্দীপনা। তাই যখনই সৃজনশীলতার অভাববোধ করতেন অদ্ভুত এক উপায়ে ঘুমিয়ে নিতেন টমাস আলভা এডিসন ও সালভাদর দালি।

ঘুমের সময় হাতে রাখতেন ছোটখাট কোনো বস্তু। নিদ্রা গভীর হলেই যা মাটিতে পড়ে শব্দ হতো, আর তাতেই জেগে উঠতেন তারা। আর ওঠা মানেই কী আয়েশে হাই তোলা? মোটেও তা নয়, বরং ছুটে যেতেন কাজে।

সম্প্রতি বৈজ্ঞানিক ম্যাগাজিন লাইভ সায়েন্সে তাদের এ কৌশল নিয়ে লিখেছেন বিজ্ঞান লেখক ইয়াসেমিন সাপাকোগলু।

তিনি বলছেন, দালি আর এডিসন এভাবে তাদের মগজকে ঘুমের প্রথম স্তর পর্যন্ত নিতেন। কিন্তু, তারপরই টানতেন বিরতি। গেল সপ্তাহে সায়েন্স অ্যাডভান্সেস অনলাইন জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, জাগরণ আর ঘুমের মধ্যেকার এই ঢুলু ঢুলু তন্দ্রালু সময়ের নাম হিপনাগোজিয়া, যা সৃজনশীলতা সৃষ্টি করতে পারে।

গবেষণার সহ-লেখক প্যারিস ব্রেইন ইনস্টিটিউটের নিউরোসায়েন্টিস্ট ডেফিন অদিত্তে বলেন, "আমার অনেক হিপনোগোজিক অভিজ্ঞতা আছে। মস্তিস্কের অনেকটা স্বপ্নালু এই স্তর আমাকে সব সময় অভিভূত করেছে। তাই বলতে গেলে কোনো বিজ্ঞানীই গত দুই দশকে এদিকটি নিয়ে গবেষণা করেননি জেনে আমি প্রচণ্ড বিস্মিত হয়েছি।"

এরপর দালি আর এডিসনের ঘুমের কৌশলের রহস্য উদ্ধারে কোমড় বেঁধেই নেমে পড়লেন ডেফিন।

তিনি ও তার সহযোগী বিজ্ঞানীরা ১০৩ জনের ওপর পরীক্ষা চালান। তাদের প্রত্যেককেই গণিতের সমস্যা দেওয়া হয়। সমাধানের গোপন সংকেতও লুকানো ছিল প্রশ্নেই। অংশগ্রহণকারীদের ১৬ জন তাৎক্ষণিকভাবেই তার সমাধান করে ফেলেন। বাকিদের ২০ মিনিট ঘুম বিরতি দেওয়া হয়। এসময় তাদের ব্রেইন ওয়েভ বা মগজের তরঙ্গ মাপা হয় মেশিনে।

দালি ও এডিসনের মতোই তাদের হাতেও দেওয়া হয় কোনো একটি বস্তু। ঘুম ভাঙ্গা মাত্রই এসময় তারা কী ভেবেছেন তা রেকর্ড করে রাখতে বলা হয়।

এরপর তাদের দেওয়া হয় আরো প্রশ্ন। অংশগ্রহণকারীদের মধ্যে যারা হিপনোগোজিয়ার স্তরে পৌঁছেছিলেন, তাদের ৮৩ শতাংশ গোপন সংকেত উদ্ধার করে সঠিক উত্তর দেন। 

সে তুলনায় বাকি যে ৩১ শতাংশ ঘুমাননি এবং যে ১৪ শতাংশ গভীর নিদ্রায় চলে গিয়েছিলেন তারা এসব প্রশ্নের সমাধান করতে ব্যর্থ হন।

এ বিষয়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী জনাথন স্কুলার বলেন, "নিদ্রার একটি স্তর সৃজনশীলতার জন্য আদর্শ, নতুন গবেষণাটির ফল সেদিকেই ইঙ্গিত দেয়। এটা এমন একটা পর্যায় যখন পুরোপুরি অসচেতন হওয়ার আগে মানুষ অনেককিছু ভাবার সুযোগ পায়। গভীর ঘুমে সেভাবে চিন্তার সুযোগ থাকে না। এমন অনেক উপকরণ নিয়ে সে ভাবে যা আরো পরের স্তরে গিয়ে সম্ভব নয়।"  

গবেষণার সাথে জড়িত নন, এমন আরেকজন বিজ্ঞানী সান্তা বারবারা সায়েন্টিফিক আমেরিকান ম্যাগাজিনকে বলেন, সামান্য তন্দ্রা অংশগ্রহণকারী কারো কারো মগজকে সজীব করে তুলেছিল। ফলে তারা জেগে উঠে স্বচ্ছ মনে প্রশ্নের সমাধান করার সুযোগ পেয়েছেন।

হিপনাগোজিয়া সৃজনশীলতার জন্য কেন আদর্শ- সেটি এখনও পুরোপুরি স্পষ্ট নয়। ডেফিন বলেন, এই অবস্থায় মানুষ চারপাশ সম্পর্কে আধা-সচেতন একটা অবস্থায় থাকে। কিন্তু একইসময়ে চিন্তাকে কোনো একদিকে ভেসে বেড়ানোর সুযোগও করে দিতে পারে। ফলে ঢিলেঢালা সচেতনতা এবং অদ্ভুত ভাবনাচিন্তার এক জগত তৈরি হয়। এই অবস্থায় কোনো ভালো আইডিয়া এলে আপনি সেটিকে সহজেই চিনতে পারেন।  

 

  • সূত্র: স্মিথসোনিয়ান ম্যাগাজিন

Related Topics

টপ নিউজ

ঘুম / ঘুমের সমস্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন
  • ‘অ্যাডপ্ট এ রোড’ কর্মসূচি হলো একটি সরকারি-বেসরকারি অংশীদারত্বমূলক উদ্যোগ, যেখানে কোনো এলাকার বাসিন্দা বা প্রতিষ্ঠান নির্দিষ্ট মেয়াদের জন্য একটি রাস্তার দায়িত্ব নেয়। তারা রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, তদারকি করা এবং এমনকি কমিউনিটি পুলিশের খরচও বহন করে। ছবি: মেহেদী হাসান
    ‘অ্যাডপ্ট এ রোড’: যেভাবে নাগরিক মালিকানায় গুলশানের রাস্তা এখন পরিচ্ছন্ন-পথচারীবান্ধব
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৫ ব্যাংক মার্জার: গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি বিনিয়োগকারীদের
  • বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। অলংকরণ: টিবিএস
    'বাংলাদেশে এটি সম্পূর্ণ বৈধ ব্যবসা': নিকোটিন পাউচ কারখানার অনুমোদন প্রসঙ্গে বিডা চেয়ারম্যান
  • মিস মেক্সিকো ফাতিমা বশ। ছবি: ইপিএ
    মিস মেক্সিকোকে ‘গর্দভ’ বলে কটাক্ষ; প্রতিবাদে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন মিস ইউনিভার্স প্রতিযোগীরা
  • চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টন নিষিদ্ধ পপি বীজ

Related News

  • ঘুমের সমস্যার সমাধান কি 'বিস্ময়কর খনিজ' ম্যাগনেসিয়ামেই লুকিয়ে আছে?
  • রাতের ঘুম যেভাবে মস্তিষ্ক ‘পরিষ্কার’ করে দেয়
  • মস্তিষ্কের ছোট এই ‘নীল বিন্দু’ যেভাবে আপনার ঘুমকে নিয়ন্ত্রণ করে
  • ফোনের নীল আলো কি সত্যিই ঘুমের শত্রু?
  • অন্য কারও ঘুমের ভেতর

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

2
‘অ্যাডপ্ট এ রোড’ কর্মসূচি হলো একটি সরকারি-বেসরকারি অংশীদারত্বমূলক উদ্যোগ, যেখানে কোনো এলাকার বাসিন্দা বা প্রতিষ্ঠান নির্দিষ্ট মেয়াদের জন্য একটি রাস্তার দায়িত্ব নেয়। তারা রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, তদারকি করা এবং এমনকি কমিউনিটি পুলিশের খরচও বহন করে। ছবি: মেহেদী হাসান
ফিচার

‘অ্যাডপ্ট এ রোড’: যেভাবে নাগরিক মালিকানায় গুলশানের রাস্তা এখন পরিচ্ছন্ন-পথচারীবান্ধব

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫ ব্যাংক মার্জার: গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি বিনিয়োগকারীদের

4
বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। অলংকরণ: টিবিএস
অর্থনীতি

'বাংলাদেশে এটি সম্পূর্ণ বৈধ ব্যবসা': নিকোটিন পাউচ কারখানার অনুমোদন প্রসঙ্গে বিডা চেয়ারম্যান

5
মিস মেক্সিকো ফাতিমা বশ। ছবি: ইপিএ
আন্তর্জাতিক

মিস মেক্সিকোকে ‘গর্দভ’ বলে কটাক্ষ; প্রতিবাদে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন মিস ইউনিভার্স প্রতিযোগীরা

6
চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টন নিষিদ্ধ পপি বীজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net