Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
December 28, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, DECEMBER 28, 2025
লালবাগ শহীদনগরের জীবন: বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা

ফিচার

আরিফুল ইসলাম মিঠু
30 August, 2023, 11:30 pm
Last modified: 31 August, 2023, 11:36 am

Related News

  • সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক
  • শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা মামলা: ২ শুটারসহ ৫ আসামি রিমান্ডে
  • পুরান ঢাকায় মামুন হত্যায় অংশ নেওয়া ২ শুটার গ্রেপ্তার
  • পুরান ঢাকায় গুলিতে নিহত কে এই মামুন?
  • পুরান ঢাকায় ন্যাশনাল হাসপাতালের সামনে একজনকে গুলি করে হত্যা; পুলিশ বলছে নিহত 'শীর্ষ সন্ত্রাসী'

লালবাগ শহীদনগরের জীবন: বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা

শহীদনগরে বসবাসকারী বেশির ভাগ মানুষই অনুভব করে না যে তারা হয়তো দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস করছে। উচ্চ যানজট এবং দুর্বল সুযোগ-সুবিধা সত্ত্বেও, সেখানকার মানুষজন শক্তিশালী সামাজিক বন্ধনের মধ্যে জীবনযাপন করে যাচ্ছে।
আরিফুল ইসলাম মিঠু
30 August, 2023, 11:30 pm
Last modified: 31 August, 2023, 11:36 am
পুরান ঢাকার দক্ষিণ-পশ্চিম প্রান্তের শেষ মাথায় অবস্থিত শহীদনগর গড়ে উঠেছে বুড়িগঙ্গার তীরে। পুরান ঢাকার অন্য এলাকাগুলোর মতো এখানেও ভবন আর সরুগলির ঘিঞ্জি এক পরিবেশ বিদ্যমান। ছবি: নূর-এ-আলম

জাহাঙ্গীর হোসেনের বয়স পঞ্চাশ ছুঁইছুঁই, পেশায় তিনি রিকশাচালক। আগস্টের এক বিকেলে শহীদনগরে তার সঙ্গে দেখা — একটা টুলের ওপর বসে চা খাচ্ছিলেন। এ এলাকায় গত ২৫ বছর ধরে বাস করছেন তিনি। আদি বাড়ি ঝালকাঠিতে, তার এক আত্মীয় এখানে বাস করতেন বলে তিনিও এখানে চলে আসেন।

'এ এলাকায় অনেক বেশি মানুষ বাস করে। চিপা গলিগুলোতে ঢুকলেও অনেক ছোট ছোট কারখানার দেখা পাবেন,' জাহাঙ্গীর বলেন।

তিনি জানান, ভাড়া কম বলে লালবাগ থানার এই শহীদনগর এলাকায় অনেকেই বাস করতে আসেন।

'একা থাকতে চাইলে দুই হাজার টাকায় একটা রুম ভাড়া পেয়ে যাবেন,' জাহাঙ্গীর জানালেন।

তবে জাহাঙ্গীরের মতো স্থানীয়দের শহীদনগরে বাস করার আরেকটি কারণ আছে। এখানকার বাসিন্দারা পুরোদস্তুর গ্রামের মতো একে অপরকে চেনেন, তাদের মধ্যে দারুণ একটা সামাজিক সম্পর্ক গড়ে উঠেছে।

'পুরান ঢাকার মানুষেরা আলাদা। কেউ বিপদে পড়লে আরেকজন এগিয়ে আসেন। এরকম সম্পর্ক এ শহরের আর কোথাও আপনি পাবেন না,' জাহাঙ্গীর বলেন।

ধোলাইপাড়ে বছর দুয়েক ছিলেন জাহাঙ্গীর। কিন্তু সেখানে একদম মন বসেনি তার। শেষতক লালবাগের এখানে ফিরে এসেছেন।

'এটা আমার নিজের এলাকার মতো হয়ে উঠেছে, সবাইকে চিনি। টাকা না থাকলেও বাকিতে সবকিছু কিনতে পারি,' জাহাঙ্গীর জানালেন।

পুরান ঢাকার দক্ষিণ-পশ্চিম প্রান্তের শেষ মাথায় অবস্থিত শহীদনগর গড়ে উঠেছে বুড়িগঙ্গার তীরে। পুরান ঢাকার অন্য এলাকাগুলোর মতো এখানেও ভবন আর সরুগলির ঘিঞ্জি এক পরিবেশ। কিন্তু পার্থক্যটা হলো, এসব ভবন তুলনামূলকভাবে নতুন। শহীদনগরকে স্বল্প-আয়ের মানুষদের আবাসস্থল হিসেবেও বিবেচনা করা হয়।

ঢাকার আধুনিক অংশে প্রতিবেশীদের মধ্যে সামাজিক বন্ধন আজকাল দুর্বলই বলা চলে। কিন্তু লালবাগ কিংবা শহীদনগরের দৃশ্যপট একটু ভিন্ন। বেশিরভাগ মানুষ একে অপরকে জানে এবং সাধারণভাবে, তাদের মধ্যে ভাল সম্পর্ক রয়েছে। ছবি: নূর-এ-আলম

পাশেই কামরাঙ্গীরচর। শহীদনগর আর কামরাঙ্গীরচরকে আলাদা করে দিয়েছে সদরঘাট–গাবতলীর রাস্তাটা।

বাংলাদেশ ইনস্টিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর ২০২০ সালে 'ঘনত্ব, বাসযোগ্যতা ও ঢাকা শহরের উন্নয়ন ব্যবস্থাপনা' শীর্ষক একটি সমীক্ষা পরিচালনা করেছিল। ওই সময় লালবাগ থানা কেবল দেশের মধ্যে নয়, পুরো বিশ্বেই সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা ছিল। বিশেষজ্ঞরা মনে করেন, শহীদনগরের জনসংখ্যার ঘনত্ব খুব সম্ভবত লালবাগের ঘনবসতিতে ভূমিকা রেখেছিল।

ওই সমীক্ষায় দেখা গেছে, লালবাগ থানা এলাকার প্রতি বর্গকিলোমিটারে প্রায় এক লাখ ৬৮ হাজার ১৫১ জন বাস করেন। অন্যদিকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ এলাকার তকমা পাওয়া চকবাজারে প্রতি বর্গকিলোমিটারে বাস করেন এক লাখ ৩০ হাজার ১২২ জন। এ দুটো সংখ্যাই জনশুমারি ও গৃহগণনা ২০১১-এর তথ্য থেকে পাওয়া।

সবচেয়ে জনবসতিপূর্ণ এলাকার তালিকায় এর পর রয়েছে মুম্বাইয়ের জাবেরি বাজার, ম্যাকাওর সেন্ট অ্যান্থনি প্যারিশ ও সুরাটের করঞ্জ।

বলা বাহুল্য, ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ নগরগুলোর একটি। জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্য অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৩৯ হাজার ৩৫৩ জন। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ক্ষেত্রে এ সংখ্যা ৩০ হাজার ৪৭৪ জন।

নগর পরিকল্পনাবিদেরা বলছেন, যদিও সর্বশেষ জনশুমারির অঞ্চলভিত্তিক জনমিতি এখনো প্রকাশিত হয়নি, তবে এটা স্পষ্ট যে জনসংখ্যার আকার বেড়েছে।

ঢাকা দক্ষিণের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ বলেন, লালাবাগে তার ওয়ার্ডই সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ। ওয়ার্ডটির আয়তন এক বর্গকিলোমিটারের মতো, কিন্তু এখানে প্রায় দুই লাখ মানুষ বাস করেন বলে তার দাবি।

এর কারণ, শহরের অন্যান্য এলাকার চেয়ে এখানকার ভাড়া তুলনামূলক কম বলে স্বল্প আয়ের মানুষেরাই মূলত এ ওয়ার্ডটিতে বাস করেন।

ছবি: নূর-এ-আলম

'শহীদনগরে তিন বেডরুমের একটি ফ্ল্যাট ভাড়া নিলে আপনাকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা খরচ করতে হবে। অন্য এলাকায় এ ভাড়া ৪০ হাজারের কম হবে না,' বলেন কাউন্সিলর জাহিদ। তিনি আরও জানালেন, আজিমপুরে একই ফ্ল্যাটের ভাড়া হবে ২৫ থেকে ৩০ হাজার টাকা।

তিনি জানান, এ এলাকার ১৪ হাজার পরিবারের মাঝে তারা টিসিবির কার্ড সরবরাহ করেছেন। টিসিবি থেকে পণ্য এলে প্রথম কয়েকদিন বিতরণ করতে গিয়ে তাদেরকে হিমশিম খেতে হয়।

'বেশিরভাগ মানুষ অল্প আয়ের হওয়ায় সরকারি জিনিসপত্র সবার মাঝে বিলোতে আমাকে সমস্যায় পড়তে হয়,' জাহিদ বলেন।

কেল্লার মোড়ে একটি টেম্পু স্ট্যান্ডের কাছে যানজট প্রায় লেগেই থাকে। এ এলাকায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম বলে জানান জাহিদ। মানুষজন যাতায়াতের জন্য সাধারণত রিকশা বা অটোরিকশাই ব্যবহার করেন।

শহীদনগরের বেশিরভাগ মানুষ নিউ মার্কেট অথবা চকবাজারে কাজ করেন। ফলে যাতায়াতের জন্য তাদেরকে বেশি খরচ করতে হয় না।

বেশি ঘিঞ্জি ও জনবহুল এলাকা হওয়ায় এখানে অপরাধের মাত্রাও বেশি। ওয়ার্ড কাউন্সিল জানান, শহীদনগরে কিশোর গ্যাংও গড়ে উঠেছে। তবে এ এলাকার বেশকিছু ভালো দিকও রয়েছে।

ঢাকার আধুনিক অংশে প্রতিবেশীদের মধ্যে সামাজিক বন্ধন আজকাল দুর্বলই বলা চলে। কিন্তু লালবাগ কিংবা শহীদনগরের দৃশ্যপট একটু ভিন্ন। বেশিরভাগ মানুষ একে অপরকে জানে এবং সাধারণভাবে, তাদের মধ্যে ভাল সম্পর্ক রয়েছে।

কাউন্সিলর বলেন, নগরীর অন্যান্য এলাকার মতো এই এলাকায় গ্যাসের সংকট রয়েছে। তবে পানির কোনো সংকট নেই। বিদ্যুৎ সরবরাহ ঠিকঠাক।

নদীর কাছাকাছি হওয়ায় শহীদনগর এলাকায় বসবাসকারী অধিকাংশ মানুষ মাদারীপুর, শরীয়তপুর ও বরিশালের বাসিন্দা। ২৪ নম্বর ওয়ার্ডে তিনটি প্রধান সড়ক রয়েছে। জাহিদ দাবি করেন, জেএন সাহা রোড এলাকায় ৬০ শতাংশ লোক স্থানীয় এবং বাকি ৪০ শতাংশ শরীয়তপুর, মাদারীপুর কিংবা বরিশালের। 

জাহিদ বলেন, শহীদনগরের জনসংখ্যা গণনা করলে দেখা যায়, মাত্র পাঁচ শতাংশ ঢাকার স্থানীয় বাসিন্দা, বাকিরা শরীয়তপুর, মাদারীপুর ও বরিশালের।

৬০ বছর বয়সী ব্যবসায়ী হাবিবুর রহমান লালবাগ স্পোর্টিং ক্লাবের ভেতরে বসে টেলিভিশনে ফুটবল খেলা দেখছিলেন। তিনি জানান, ছয় বছর আগে তিনি লালবাগ থেকে চকবাজার এলাকায় বাসা বদল করেন। হাবিবুর বলেন, শহীদনগর এলাকাসহ আশপাশের এলাকায় জনসংখ্যা বেড়ে যাওয়ায় লালবাগ এলাকার জনসংখ্যা বেড়েছে।

লালবাগে জন্মগ্রহণকারী এবং বেড়ে ওঠা হাবিবুর রহমান বলেন, শহীদনগর এক সময় চর ছিল; পরে জায়গাগুলো উন্নত হয়েছে এবং এখন এই এলাকায় বিপুল সংখ্যক মানুষ বসবাস করে,

শহীদনগরে ভাড়া কম হলেও এবং বেশির ভাগ মানুষই স্বল্প আয়ের পরিবার থেকে আসলেও লালবাগের পুরনো এলাকায় বাড়ি ভাড়া বেশি। যেমন ঢাকেশ্বরী রোড এলাকা।

ফুল বিক্রেতা জিয়াউদ্দিন নাসিমও ক্লাবে ফুটবল ম্যাচ দেখছিলেন। তিনি বলেন, ঢাকেশ্বরী রোড এলাকায় যানজট অনেক।

ছবি: নূর-এ-আলম

ঢাকেশ্বরী রোড এলাকায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা জিয়াউদ্দিন বলেন, 'যানজট এই এলাকার একটি বড় সমস্যা, তবে বাসিন্দাদের মধ্যে কোন সমস্যা নেই। আমাদের অধিকাংশই স্থানীয়, এবং আমরা একে অপরকে চিনি, কিন্তু শহীদনগরের মতো জায়গায় যেখানে নতুনরা বাস করে, সেখানে অপরাধমূলক কর্মকাণ্ড এবং অন্যান্য সমস্যা বেশি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর সাবেক সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলেন, যখন একটি নির্দিষ্ট এলাকায় উচ্চ ঘনত্ব থাকে, তখন সাধারণ সুযোগ-সুবিধা থেকে শুরু করে ইউটিলিটি পর্যন্ত সবকিছুতে বড় ধরনের চাপ পড়ে। 

তিনি বলেন, উচ্চ ঘনত্বের এলাকার মানুষজন সঠিকভাবে সুযোগ-সুবিধা পাবে না এবং তাদের মধ্যে কেউ কেউ বঞ্চিতও হবেন। যানজট বেশি হবে।

মজার বিষয় হল, এলাকার অনেক মানুষই বুঝতে পারে না যে তারা দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস করে আসছে।

আদিল মোহাম্মদ খান বলেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে। তারা লক্ষ্য করে না যে পরিস্থিতির সাথে অভ্যস্ত হওয়ার কারণে তারা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তারা ভাবছে এটি স্বাভাবিক।

এখানে সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার চাইলে জমি অধিগ্রহণ করতে পারে বলে মত দেন আদিল মোহাম্মদ খান। তিনি বলেন, পরিকল্পিতভাবে নগরীতে নতুন নতুন এলাকা গড়ে তোলা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে সরকারের।

Related Topics

টপ নিউজ

নগর জীবন / শহীদনগর / পুরান ঢাকা / ঢাকার জনজীবন / জনজীবন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নকলকারীদের কায়দাতেই নকল ঘড়ির দাপট কমাতে চাইছে রোলেক্স!
  • ছবি: রয়টার্স
    প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইসরায়েল
  • পূর্বে সনাক্ত করা সড়কটির একটি অংশ।। প্রত্নতাত্ত্বিকরা ধীরে ধীরে পুরো পথটি সংযুক্ত করার কাজ করছেন। ছবি: হ্যান্ডআউট
    চীনে ২ হাজার বছর পুরোনো অক্ষত চার লেনের মহাসড়কের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা
  • ছবি: টিবিএস
    ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান, আহত না থাকায় যাবেন না পঙ্গু হাসপাতালে
  • ইতালির গ্রামে ৩০ বছর পর প্রথম শিশুর জন্ম; উৎসবের আবহ
    ইতালির গ্রামে ৩০ বছর পর প্রথম শিশুর জন্ম; উৎসবের আবহ
  • আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত
    কুমিল্লা-৩ আসনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন আসিফ মাহমুদ

Related News

  • সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক
  • শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা মামলা: ২ শুটারসহ ৫ আসামি রিমান্ডে
  • পুরান ঢাকায় মামুন হত্যায় অংশ নেওয়া ২ শুটার গ্রেপ্তার
  • পুরান ঢাকায় গুলিতে নিহত কে এই মামুন?
  • পুরান ঢাকায় ন্যাশনাল হাসপাতালের সামনে একজনকে গুলি করে হত্যা; পুলিশ বলছে নিহত 'শীর্ষ সন্ত্রাসী'

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নকলকারীদের কায়দাতেই নকল ঘড়ির দাপট কমাতে চাইছে রোলেক্স!

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইসরায়েল

3
পূর্বে সনাক্ত করা সড়কটির একটি অংশ।। প্রত্নতাত্ত্বিকরা ধীরে ধীরে পুরো পথটি সংযুক্ত করার কাজ করছেন। ছবি: হ্যান্ডআউট
আন্তর্জাতিক

চীনে ২ হাজার বছর পুরোনো অক্ষত চার লেনের মহাসড়কের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান, আহত না থাকায় যাবেন না পঙ্গু হাসপাতালে

5
ইতালির গ্রামে ৩০ বছর পর প্রথম শিশুর জন্ম; উৎসবের আবহ
আন্তর্জাতিক

ইতালির গ্রামে ৩০ বছর পর প্রথম শিশুর জন্ম; উৎসবের আবহ

6
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লা-৩ আসনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন আসিফ মাহমুদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net