অনৈতিক দাম বৃদ্ধি রোধে হাইকোর্টে রিট

ঈদুল আজহার আগে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি রোধ করতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছে সচেতন ভোক্তা সংস্থা।
বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই রিটের শুনানি করবেন।
ভোক্তা অধিকার সংস্থার ‘সচেতন ভোক্তা সংস্থা’র পক্ষ থেকে এই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ আব্দুল মোমিন।
এই রিটে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সংস্থার পরিচালক এবং বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র চেয়ারম্যানকে দাম বৃদ্ধি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়ার জন্য কোর্টের কাছে আবেদন জানানো হয়েছে।
এর আগে ঈদ পর্যন্ত জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে গত ১৮ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ পাঠায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সংস্থা।