রিসার্চ কোঅর্ডিনেটর নেবে ব্র্যাক ইউনিভার্সিটি

ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের 'কিশোরী কণ্ঠ' প্রজেক্টে রিসার্চ কোঅর্ডিনেটর নেয়া হবে।
ইকোনোমিক্স, পাবলিক পলিসি বা স্যোশাল সায়েন্স ডিসিপ্লিনের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। উন্নয়নশীল দেশে সার্ভে এক্সপার্ট বা ফিল্ড স্টাফ বা সার্ভে ম্যানেজমেন্টের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
যোগ্য প্রার্থীদের কভার লেটারসহ সিভি আগামী ১ ডিসেম্বরের মধ্যে ইমেইল করতে হবে recruitment.sph@bracu.ac.bd ঠিকানায়।
