চিফ ফিন্যান্সিয়াল অফিসার নেবে এশিয়া প্যাসিফিক জেনারেল ইস্যুরেন্স

এশিয়া প্যাসিফিক জেনারেল ইস্যুরেন্স কোম্পানি লিমিটেড চিফ ফিন্যান্সিয়াল অফিসার নিয়োগ দেবে।
পদটিতে আবেদনের জন্য ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়সহ বিবিএ/ অনার্স এবং এম.কম বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। চাটার্ড অ্যাকাউনটেন্টদের অগ্রাধিকার দেয়া হবে। নন-লাইফ ইস্যুরেন্স কোম্পানিতে সিএফও বা ডেপুটি সিএফও পদে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
যোগ্য প্রার্থীদের সিভি পাঠাতে হবে 'চিফ এক্সিকিউটিভ অফিসার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইস্যুরেন্স কোম্পানি লিমিটেড, হোমস্টেড গুলশান লিংক টাওয়ার, ৬ষ্ঠ তলা, টিএ-৯৯, গুলশান বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২' ঠিকানায়।
