‘ডিউক’ ছোঁয়ার রোমাঞ্চ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পথে শরিফুল

গত বছরের এপ্রিলে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক, প্রায় দেড় বছর ও ৪ টেস্টের ক্যারিয়ার। এর মধ্যেই ওয়েস্ট সফর চলে আসায় সেখানে টেস্ট খেলার স্বপ্ন ছিল শরিফুল ইসলামের। কিন্তু চোটে থাকায় তরুণ বাঁহাতি এই পেসারকে ছাড়াই গত ২২ মে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ঘোষণা করা হয়। এর মধ্যে চোট কাটিয়ে উঠেছেন শরিফুল, দ্বিতীয় টেস্টের দলেও ডাক মিলেছে।
ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলেবেন, এ নিয়ে রোমাঞ্চের শেষ নেই শরিফুলের। ডিউক বল নিয়েও কম রোমাঞ্চিত নন বাংলাদেশের বাঁহাতি এই পেসার। ওয়েস্ট ইন্ডিজে এবারই প্রথমবারের মতো ডিউক বলে খেললো বাংলাদেশ। দলের অনেকের মতো শরিফুল কখনও বলটি হাতে নিয়েও দেখেননি, আবার জাতীয় দলের হয়ে প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফর। সব মিলিয়ে অনেক রোমাঞ্চ নিয়ে সোমবার সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিয়েছেন শরিফুল।
আগে থেকেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকা শরিফুল ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলার রোমাঞ্চ নিয়ে বলেন, 'খুব রোমাঞ্চিত। খুব ইচ্ছা ছিল ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলার, যাচ্ছি এখন। দেখা যাক যাওয়ার পরে কী হয়। (ইনজুরি কাটিয়ে ফিরে) মনে হচ্ছে ভালো আছি, ভালো অবস্থানে আছি।'
দ্বিতীয় টেস্টের দলে ডাক পাওয়ার ব্যাপারে বাংলাদেশের এই প্রতিভাবান পেসার বলেন, 'কালকে রাতে জেনেছি। পাপন স্যার ফোন দিয়েছিলেন। আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম। পেছনের গল্প বলতে, পাপন স্যার ফোন দিয়ে বললেন। তো আমি বললাম, জ্বী স্যার যাব।'
ওয়েস্ট ইন্ডিজের উইকেটে কীভাবে বোলিং করলে সফলতা মিলবে, সেটার প্রথমিক ধারণা পেয়েছেন শরিফুল। তার কাছে মনে হয়েছে ঠিক জায়গায় বল ফেললেই সফল হওয়া সম্ভব। শরিফুলের ভাষায়, 'আমি যা দেখেছি, ওইখানে বল জায়গায় করলেই সুবিধাটা পাওয়া যাচ্ছে। ওদের ক্ষেত্রেও, আমাদের ক্ষেত্রেও। চেষ্টা করবো লাইন ও লেংন্থ ঠিক রেখে বোলিং করার।'
ক্রিকেটের সীমিত ওভারের ফরম্যাটে সব জায়গায় কুকাবুরা বলে খেলা হয়। কিন্তু টেস্টে কোথাও 'কোকাবুরা' আবার কোথাও 'এসজি টেস্ট' বলে খেলা হয়। কিন্তু ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলা হয় ডিউক বলে। অন্যান্য বলের সঙ্গে ডিউক বলের পার্থক্য মূলত সিম বা সেলাইয়ে। এই বলের সিম একটু উঁচু, যা দীর্ঘ সময় টেকে। সিম সহজে বসে যায় না বলে লম্বা সময় ধরে সুইং পাওয়া যায়।
প্রথম টেস্টে বাংলাদেশের ক্রিকেটারদের অভিজ্ঞতা হয়েছে ডিউক বলে খেলার। দ্বিতীয় টেস্টে একাদশে জায়গা হলে অভিজ্ঞতা হবে মুস্তাফিজেরও। এর আগে অবশ্য ডিউক বলে অনুশীলন করার সুযোগ পাবেন তিনি। বলটা কেমন, কেমন হবে বোলিং; এ নিয়ে রোমাঞ্চের শেষ নেই শরিফুলের, '(ডিউক বল) আসলে গল্প তো শুনেছি। এখনও ধরিনি, ধরার পর বুঝতে পারবো। অবশ্যই রোমাঞ্চিত।'
আগামী ২৪ জুন সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দীর্ঘতম ফরম্যাটের সিরিজ শেষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ দল। ২, ৩ ও ৭ জুলাই তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল । ১০, ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে।