জার্মান ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে ইউক্রেন

রাশিয়ান সামরিক আগ্রাসনের পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে ইউক্রেন জাতীয় ফুটবল দল। আগামী ১১ মে বিশ্বকাপের বাছাইপর্বের প্লে-অফ ম্যাচকে সামনে রেখে জার্মান ক্লাব বরুসিয়া মনচেনগ্লাডবাখের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইউক্রেন।
ইউক্রেনিয়ান এসোসিয়েশন অব ফুটবল (ইউএএফ) জানিয়েছে, ২ মে থেকে স্লোভেনিয়ায় জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে। এ সময় ইউক্রেনের আহবানে সাড়া দিয়ে প্রীতি ম্যাচটি খেলতে রাজি হয়েছে বুন্দেসলিগার ক্লাব মনচেনগ্লাডবাখ।
গত বছর নভেম্বরের পর থেকে ইউক্রেন ফুটবল দল কোনো ম্যাচ খেলেনি। যুদ্ধের কারণে মার্চে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ ম্যাচটি স্থগিত করা হয়। ম্যাচটির নতুন তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১ জুন। এই ম্যাচের জয়ী দল বিশ্বকাপের টিকিট পেতে ৬ জুন ওয়েলসের মোকাবেলা করবে।
অনুশীলন ক্যাম্প ও প্রীতি ম্যাচটির জন্য ইউক্রেন এখনও দল ঘোষণা করেনি। দেশটির দুই বড় ক্লাব ডায়নামো কিয়েভ ও শাখতার দোনেস্ক ইউরোপ ভ্রমণে রয়েছে। ম্যানচেস্টার সিটির লেফট ব্যাক ওলেক্সান্দার জিনচেনকো ও ওয়েস্ট হ্যাম ফরোয়ার্ড আন্দ্রি ইয়ামোলেনকোসহ ইউক্রেনের বেশ কয়েকজন শীর্ষ খেলোয়াড় নিজ নিজ ক্লাবে ব্যস্ত রয়েছেন। তাদের ছাড়াই হয়তো মনচেনগ্লাডবাখের বিপক্ষে খেলতে হবে ইউক্রেনকে।
গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়ার দারুণ ছন্দে ছিল ইউক্রেন। ওই ম্যাচের পর টানা সাত ম্যাচে অপরাজিত আছে তারা। এর মধ্যে পাঁচটি ম্যাচে ড্র করেছে ইউক্রেন ও জয় পেয়েছে দুটি ম্যাচে।