বাংলাদেশে এসে করোনার হানায় জেরবার আফগানিস্তান

তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে ১২ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। এক সপ্তাহের ক্যাম্প করতে সিলেটে চলে গেছে সফরকারীরা। একদিন কোয়ারেন্টিনের পর অনুশীলন শুরু করেছে তারা। অনুশীলন শুরুর একদিন পরই বিপাকে আফগানিস্তান। দলটির ১২ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে ৮ জন ক্রিকেটার। এ ছাড়া তিন সাপোর্ট স্টাফ ও এক ক্রিকেটারের স্ত্রী করোনায় আক্রান্ত।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে। বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে। আনুষ্ঠানিকভাবে সিরিজ শুরুর সময় ধরা হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। এর আগে আফগানিস্তান দলের কোনো ধরনের তথ্য সরবরাহে অনিহা বিসিবিরি।
নিজেদের ব্যবস্থাপনাতেই সব করছে সফরকারী দলটি। এ কারণে আফগানিস্তান দলের কজন বা কারা করোনায় আক্রান্ত হয়েছেন, এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিতে অপারগতার কথা জানান বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'আনুষ্ঠানিকভাবে সফর শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি থেকে। এখন যা হচ্ছে, সেটি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায়। এ কারণে বিষয়টি আমাদের এখতিয়ারে নেই। এটা সত্য ওদের কিছু ক্রিকেটারের করোনা পজেটিভ আছে। কিন্তু কতজন, তারা ক্রিকেটার কিনা সেসব কিন্তু আমরা জানি না।'
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দেব দাসও আফগানিস্তানের ক্রিকেটারদের করোনা আক্রান্তের বিষয়টি শুনেছেন। তবে তিনিও নিশ্চিত নন সংখ্যা নিয়ে। জয়দেব বলেন, 'আমি আসলে বিস্তারিত জানি না। তবে ওদের দল দুপুর পর্যন্ত অনুশীলন করেছে। যারা আক্রান্ত, তারা আসেনি। বিষয়টি নিয়ে আমি সেভাবে জানি না।'
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটে ক্যাম্প করবে আফগানিস্তান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি গ্রাউন্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে তাদের। ১৮ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচ খেলার কথা আছে তাদের।
এরপর চট্টগ্রামে যাবে আফগানরা। বিপিএল শেষ করে চট্টগ্রামে যাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেখানেই হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি একই ভেন্যুতে হবে। সবগুলো ম্যাচ শুরু হবে বেলা ১১টায়।
এরপর ঢাকা ফিরবে দুই দল। ৩ মার্চ মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-আফগানিস্তান। ৫ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই বেলা ৩টায় শুরু হবে।