কুমিল্লা শিবিরে জাতীয় দলের সাবেক কোচ

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে ভালোই সাফল্য পাচ্ছিলেন স্টিভ রোডস। কিন্তু ২০১৯ বিশ্বকাপে প্রত্যাশিত ফল না আসায় কোনো কারণ ব্যাখ্যা না করেই ইংলিশ এই কোচকে ছাটাই করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর দুই বছর পর বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আবারও নিজেকে জড়ালেন রোডস।
এবার তিনি কাজ করবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। এবার মাস্টারেরও মাস্টার হয়ে এসেছেন রোডস। বিপিএলের দুই বারের চ্যাম্পিয়নদের উপদেষ্টা হিসেবে কাজ করবেন জাতীয় দলের সাবেক এই কোচ।
আগামী ২১ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএল। এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে কুমিল্লা শিবিরে যোগ দিয়েছেন রোডস। সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে দেখা গেছে তাকে। অনুশীলনের পুরোটা সময় মিরপুরের একাডেমি মাঠে ছিলেন রোডস। এ সময় প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ও ক্রিকেটারদের নিয়ে কাজ করেন অভিজ্ঞ এই কোচ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে সালাহউদ্দিনের সম্পর্কটা বেশ পুরনো। আগেও দুবার প্রধান কোচ হিসেবে দলটিকে পথ দেখিয়েছেন স্থানীয় এই কোচ। এবারও তার কাঁধে দায়িত্ব। এ পথে রোডসকে পাশে পেয়ে উচ্ছ্বসিত সালাউদ্দিন। রোডসের অভিজ্ঞতা দল ও তার জন্য সহায়ক হবে বলে মনে করেন তিনি।
সালাউদ্দিন বলেন, 'যদি কিছু হয়, তা দলের স্বার্থে। আমি মনে করি না, এটা (রোডসের উপদেষ্টা হিসেবে নিয়োগ) মোটেও খারাপ বিষয়। কারণ তিনি খুবই অভিজ্ঞ একজন কোচ। বাংলাদেশ দলের কোচও ছিলেন। আমি মনে করি, বাংলাদেশের অন্যতম সফল কোচও ছিলেন রোডস। তার মস্তিস্ক থেকে খুব ভালো কিছু বের হতে পারে।'
রোডসের কাছ থেকে শেখার আগ্রহের কথা জানিয়ে সালাউদ্দিন বলেন, 'যেহেতু আমাদের উপদেষ্টা হিসেবে এসেছেন, আমিও মনে করি আমি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। যদি কারও কাছ থেকে কিছু নেওয়া যায়, তবে তা সত্যিই ভালো। তিনি দারুণ ব্যক্তিত্বের মানুষ। তাকে পেয়ে পুরো দলই রোমাঞ্চিত। বেশ কিছু ভাল পরামর্শ দিয়েছেন। ভালো কিছু হলে তা ইতিবাচকভাবে নেওয়া উচিত।'
পুরনো গুরুকে চেনা আঙিনায় পেয়ে আড্ডায় মেতেছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদ। ছিলেন ওয়ানডে বর্তমান অধিনায়ক তামিম ইকবালও।
দুই বছরের চুক্তিতে ২০১৮ সালে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেন রোডস। তার কোচিংয়ে ২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো বহুজাতিক সিরিজের শিরোপা জেতে বাংলাদেশ। কিন্তু এর এক মাস পরই বদলে যায় বাস্তবতা। ২০১৯ বিশ্বকাপে দল সাফল্য না পাওয়ায় রোডসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিসিবি।