‘বাংলাদেশ খুব, খুব ভালো খেলেছে’

মাউন্ট মঙ্গানুই টেস্টের নাটাই এখন বাংলাদেশের হাতে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৩২৮ রানে গুটিয়ে দিয়ে পরে ব্যাট হাতেও শাসন করে চলেছে মুমিনুল হকের দল। ৬ উইকেটে ৪০১ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে সফরকারীরা। ৪ উইকেট হাতে থাকা বাংলাদেশ লিড পেয়েছে ৭৩ রান। এমন পারফরম্যান্সে প্রতিপক্ষ দলের পেসার ট্রেন্ট বোল্টের প্রশংসা পেল বাংলাদেশ।
আগের দিন নেইল ওয়াগনার বাংলাদেশের ২টি উইকেট নেন। তৃতীয় দিন ওয়াগনারের সঙ্গে যোগ দেন বোল্ট। দিনের প্রথম উইকেটটি ওয়াগনার নিলেও পরে বল হাতে দাপট দেখান বোল্ট। বাঁহাতি এই পেসার ৩টি উইকেট শিকার করেন। এরপর আবার ইনিংস গুছিয়ে নেন ইয়াসির আলী রাব্বি ও মেহেদী হাসান মিরাজ। রাব্বি ১১ ও মিরাজ ২০ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের এমন পারফরম্যান্স নিয়ে বোল্ট বলেছেন, 'বাংলাদেশ খুব, খুব ভালো খেলেছে। দারুণ দৃঢ়তায় এখন পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে তারাই। আমাদের একের পর এক স্পেল করে যেতে বাধ্য করেছে তারা। এটাই আসলে টেস্ট ক্রিকেট। আমরা এখন যে অবস্থায় আছি, তাতে ম্যাচ হাতে থেকে খুব একটা বেরিয়ে যেতে দেইনি। শেষ বেলায় দুটি উইকেট নিতে পেরে বেশ ভালো হয়েছে। কাল আমাদের জন্য বড় দিন। আশা করি আমরা শেষ পর্যন্ত এগিয়ে থাকব।'
শেষ দুই দিনে দুই দলকে কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করেন বোল্ট। ৩০০ উইকেট পূরণে ৫ উইকেটের অপেক্ষায় থাকা কিউই পেসার বলেন, 'আমরা বাংলাদেশের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি, ঘরে-বাইরে দুই জায়গাতেই। এখানে তারা খুবই ভালো ব্যাটিং করেছে। তারা উন্নতি করছে। আমরা তাদের হাল্কাভাবে নিইনি। খুব রোমাঞ্চকর লাগছে যে, ম্যাচ এখনও সমতায় আছে। দুই দলের জন্যই বড় পরীক্ষা হতে যাচ্ছে এই ম্যাচ।'
বে ওভালের রেকর্ড উল্লেখ করে বোল্ট বলেন, 'এই মাঠে যে কটা টেস্ট হয়েছে, সবগুলোই পাঁচ দিনে গড়িয়েছে। উইকেট ধীরে ধীরে খারাপ হতে শুরু করবে। কিন্তু এখন পর্যন্ত এমন কোনো আভাস পাইনি। এটা হয়তো দুই দলকেই উৎসাহ দেবে। বাংলাদেশ অবশ্যই চাইবে ইনিংস আরও লম্বা করতে এবং আমাদের ওপর আরও চাপ সৃষ্টি করতে। প্রতিপক্ষকে দ্রুত গুটিয়ে দিতে হবে আমাদের। তবে বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে।'