মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশের আরেকটি দাপুটে দিন

মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনটা স্বপ্নের মতো কেটেছিল বাংলাদেশের। ৭০ রানে নিউজিল্যান্ডের শেষ পাঁচ উইকেট তুলে নিয়ে ব্যাট হাতে দারুণ সময় কাটায় মুমিনুল হকের দল। ২ উইকেটে ১৭৫ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। এখান থেকে শুরু করে তৃতীয় দিনটাও নিজেদের করে নিল সফরকারীরা।
নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে করা ৩২৮ রানের জবাবে ১৫৬ ওভারে ৬ উইকেটে ৪০১ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। মুমিনুলদের লিড দাঁড়িয়েছে ৭৩ রানের। দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ইনিংসে লিড নিল বাংলাদেশ। ইয়াসির আলী রাব্বি ১১ ও মেহেদী হাসান মিরাজ ২০ রানে অপরাজিত আছেন।
তৃতীয় দিন ২২৬ রান যোগ করেছে বাংলাদেশ। ব্যাট হাতে পুরো একটি দিন পার করে দিলেও হতাশা সঙ্গী হয়েছে মুমিনুল হক ও লিটন কুমার দাসের। পঞ্চম উইকেটে ১৫৮ রানের জুটি গড়া এই দুই ব্যাটসম্যান একেবারে কাছে গিয়েও সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। মুমিনুল ২৪৪ বলে ১২টি চারে ৮৮ রান করেন। লিটন ১৭৭ বলে ১০টি চারে ৮৬ রান করে আউট হন।
এ দুজনকে আউট করাসহ মোট তিনটি উইকেট নেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট। বাকি তিন উইকেট নিয়েছেন নেইল ওয়াগনার। আগের দিন ৭০ রানে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় এদিন বেশি রান যোগ করতে পারেননি। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা ডানহাতি তরুণ এই ওপেনার ২২৮ বলে ৭টি চারে ৭৮ রান করে আউট হন।
এরপর মুশফিকুর রহিম বেশি সময় টিকতে পারেননি, অভিজ্ঞ এই ব্যাটসম্যান ১২ রান করে থামেন। আগের দিন ৬৪ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। ওপেনার সাদমান ইসলাম অনিকের ব্যাট থেকে আসে ২২ রান।