‘সোশ্যাল মিডিয়া থাকলে আমরা এত দূর খেলতে পারতাম না’

ভালো পারফরম্যান্সে খুশির জোয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসানো হয় ক্রিকেটারদের। আবার খারাপ পারফম্যান্সে সেই সামাজিক যোগাযোগমাধ্যমেই ওঠে সমালোচনার ঝড়, করা হয় ক্রিকেটারদের মণ্ডুপাত। এই সমালোচনা গায়েও মাখেন কোনো কোনো ক্রিকেটার। যার প্রভাব পড়ে পারফরম্যান্সে। এসব ভেবেই মাশরাফি বিন মুর্তজার উপলদ্ধি, ক্যারিয়ার শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যম থাকলে এতটা দীর্ঘ সময় ক্রিকেট খেলতে পারতেন না।
আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি ২০২১- এর ফাইনাল দেখতে গিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়ক। খেলা শেষে তিনিসহ সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের এক সঙ্গে দীর্ঘ সময় ধরে খেলার বিষয়ে করা প্রশ্নের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবের কথা জানান মাশরাফি।
সাবেক এই অধিনায়ক বলেন, 'যে পাঁচ জনের (পঞ্চপাণ্ডব) কথা বলছেন, আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না। আপনি যদি আমাদের শুরুর দিকের ক্যারিয়ার দেখেন, তখন যদি সোশ্যাল মিডিয়া থাকত, আমরা এত দূর খেলতে পারতাম না, এটা সমস্যা।'
'যখন আপনার তরুণ ক্রিকেটাররা আসছে, তাদের উপর প্রভাব পড়ছে। এটা ধরে রাখা সহজ নয়। একটা খেলোয়াড় যখন পারফর্ম করতে পারছে না, তখন চারদিক থেকে যদি আক্রমণ করা হয়, তখন কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে। তো এখানে আমাদের সাপোর্টটা খুব প্রয়োজন।' যোগ করেন মাশরাফি।
উদাহরণ টেনে অভিজ্ঞ এই ক্রিকেটার আরও বলেন, 'তামিম দেখেন, আমাকে দেখেন, সাকিব হয়তো আলাদা। মুশফিক দেখেন, তারা কিন্তু শুরুর দিকে বাদ পড়েছে, হয়তো তামিম পড়েনি। তবে আজকের তামিম ইকবাল ছিল না। সাকিব ছাড়া সবাই কষ্ট করে একটা পর্যায়ে এসেছে। এখন সবাই পারফরম্যান্স চায়। আন্তর্জাতিক ক্রিকেট এতো সহজ না যে আপনি এসেই পারফরম্যান্স পাবেন বা হবে। এটা প্যাশনের ব্যাপার।'