জরিমানার খড়্গে প্রাইম ব্যাংকের অধিনায়ক-কোচ-ম্যানেজার

সোমবার মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় তিন ম্যাচ। এর মধ্যে একটি ম্যাচে উত্তেজনায় ছড়ায়, মাঠে আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ান প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড়-কর্মকর্তাসহ কয়েকজন। এই ঘটনার শাস্তি হিসেবে ক্লাবটির অধিনায়ক ইরফান শুক্কুর, কোচ তালহা জুবায়ের ও ম্যানেজার দেব চৌধুরীকে আর্থিক জরিমানা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
তিন জনকেই ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচ তালহা। কোচ ও ম্যানেজারকে আর্থিক জরিমানা করা হলেও অধিনায়ক ইরফানের শাস্তির পরিমাণ আরও বেশি। ৫০ হাজারের সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাকে। আগে একটি ডিমেরিট পয়েন্ট থাকায় পরের ম্যাচটি খেলা হবে না তার। অভিযোগ মেনে নেওয়ায় শুনানির দরকার হয়নি।
টিবিএসকে তালহা বলেন, 'জ্বী, জরিমানা করা হয়েছে আমাদের। হিট অব দ্য মোমেন্টে অমন হয়ে গেছে, হয়তো যেভাবে কথা বলেছি, সেটা উচিত হয়নি। দিন শেষে আমরা জিতেছি, তাই জরিমানার ব্যাপারটি ওইভাবে মনে হচ্ছে না।'
অভিযোগ মেনে নিলেও যে রান আউট নিয়ে যে বিতর্ক, সেটাকে অযৌক্তিক মানতে নারাজ প্রাইম ব্যাংকের কোচ। তার ভাষায়, 'রান আউট আবেদনের সঙ্গে সঙ্গে আম্পায়ার থার্ড আম্পায়ারের সহায়তা চান। এর অর্থ তিনি নিশ্চিত ছিলেন না। আর সংশয় থাকলে 'বেনিফিট অব ডাউট' ব্যাটসম্যানের পক্ষে যায়। সেটা না হওয়াতে আমরা কথা বলেছি। সরাসরি রান আউট দিলে আমরা কোনো আপত্তির কথা জানাতাম না।'
ইরফান শুক্কুরের রান আউট ছাড়াও ম্যাচে একটি এলবিডব্লিউ নিয়ে আপত্তি ছিল প্রাইম ব্যাংকের। নাজমুল ইসলাম অপুর এলবিডব্লিউ নিয়ে তালহা বলেন, 'ইনসাইড এজ হলেও আম্পায়ার আউট দিয়ে দেন অপুকে। যেহেতু থার্ড আম্পায়ার ছিল না, তাই এটা নিয়ে আমরা আপত্তি জানাইনি। তবে এটাও বিতর্কের জন্ম দিয়েছে।'
সোমবার বিকেএসপির চার নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটে হারানোর ম্যাচে দলীয় ২৩ রানে ফাহাদ হোসেনের একটি ডেলিভারিতে রান নিতে যান অধিনায়ক শুক্কুর। তবে রান আউটের ফাঁদে পড়েন তিনি। কিন্তু আউটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কিছুক্ষণ উইকেটেই দাঁড়িয়ে থাকেন শুক্কুর। পরে কোচ তালহাও মাঠে প্রবেশ করেন এবং ম্যাচ রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়ান।