পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের আশায় বাংলাদেশ

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন শেষেও এমন সম্ভাবনার কথা হয়তো কেউ কল্পনাও করেনি। বাকি থাকা এক দিনে আর এমন কী হবে, সবার ভাবনা ছিল এমনই। কিন্তু চতুর্থ দিনে এমন কিছু হলো, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এখন প্রথমবারের মতো টেস্ট জয়ের আশায়।
প্রথম ইনিংসে বাংলাদেশের নেওয়া ১১৭ রানের লিডও এখনও ছাড়াতে পারেনি পাকিস্তান, ১০০ ছাড়াতেই ৬ উইকেট হারিয়েছে বসেছে স্বাগতিকরা। এখনও ৯ রানে পিছিয়ে থাকা দলটির হাতে উইকেট আছে আর ৪টি, এর মধ্যে বিশেষজ্ঞ ব্যাটসম্যান কেবল মোহাম্মদ রিজওয়ান।
ডানহাতি এই ব্যাটসম্যান বিদায় নিলে পাকিস্তানের ইনিংস যে বেশি সময় টিকবে না, সেটা বলেই দেওয়া যায়। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৩৬ ওভারে ৬ উইকেটে ১০৮ রান তুলেছে পাকিস্তান। রিজওয়ান ২২ ও শাহিন শাহ আফ্রিদি ১ রানে অপরাজিত আছেন।
৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে মুশফিকুর রহিমের দুইশ ছুঁইছুঁই ইনিংস ও চারটি হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশ তোরে ৫৬৫ রান, মেলে ১১৭ রানের লিড। পাকিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস।
পঞ্চম দিনের খেলার ৭২ ওভার বাকি। অবিশ্বাস্য কিছু না করলে ৪ উইকেটে এতোটা পথ পাড়ি দেওয়ার উপায় নেই পাকিস্তানের। সেটা না করতে পারলে বাংলাদেশকে বেশি লক্ষ্য দিতে পারবে না ঘরের মাঠের দলটি। আরও ৯ রান করার পর যে রান আসবে সেটা হবে লিড, যা বড় করা এখন কঠিন চ্যালেঞ্জ রিজওয়ান-শাহিন আফ্রিদিদের জন্য।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩৭ রান করেছেন ওপেনার আবদুল্লাহ শফিক। অধিনায়ক শান মাসুদ ১৪ ও বাবর আজম ২২ রান করেন। ব্যাটিং করা বাকিদের কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। দারুণ বোলিং করতে থাকা সাকিব আল হাসান ২টি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ।