প্রথম দিনে বাংলাদেশ-পাকিস্তানের সমানে সমান লড়াই
রাওয়ালপিন্ডিতে আগের রাতের বৃষ্টিতে ঠিক সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। ভেজা মাঠের কারণে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট শুরু হয় সাড়ে ৪ ঘণ্টা পর, বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় মাঠে গড়ায় খেলা। এরপর খেলা হয় ৪১ ওভার, যেখানে লড়াইটা হয়েছে সমানে সমান। প্রথম দিন শেষে দুই দলই প্রায় একই অবস্থানে।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জেতার সুবিধা ভালোভাবেই কাজে লাগান বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। মাত্র ১৬ রানের মধ্যেই স্বাগতিকদের ৩টি উইকেট তুলে নেন তারা।
যদিও এই চাপ কাটিয়ে পরে স্বস্তি নিয়েই দিনের খেলা শেষ করে বাবর আজমের দল, ঘরের মাঠের দলটি ৪ উইকেটে তুলেছে ১৫৮ রান। সৌদ শাকিল ৫৭ ও মোহাম্মদ রিজওয়ান ২৪ রানে অপরাজিত আছেন। পঞ্চম উইকেটে ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
খেলা মাঠে গড়াতেই দাপট দেখাতে শুরু করেন বাংলাদেশের এই দুই পেসার। বিশেষ করে বাঁহাতি পেসার শরিফুল ছিলেন দুর্বার, তার তোপে কোনঠাসা হয়ে পড়ে পাকিস্তানের। সঙ্গে হাসান মাহমুদের দারুণ বোলিংও বিপদ বাড়ায় দলটির।
৮.২ ওভারে ১৬ রানেই ৩ উইকেট হারায় পাকিস্তান। শরিফুল পান তার স্বপ্নের উইকেট। দারুণ এক ডেলিভারিতে তুলে নেন বাবর আজমের উইকেট। দুই বলেই পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যানকে পরাস্থ করেন তিনি, রানের খাতা খোলার আগেই ফেরেন বাবর।
শুরুতেই দিক হারানো দলের হাল ধরেন সাইম আইয়ুব ও সৌদ শাকিল, তাদের ব্যাটে দিশা পায় পাকিস্তান। চতুর্থ উইকেটে ৯৮ রানের জুটি গড়েন এ দুই ব্যাটসম্যান। ৯৮ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫৬ রান করে হাসান মাহমুদের শিকারে পরিণত হন সাইম।
