অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের যে কীর্তিতে রিফাতই প্রথম

সব উইকেট হারিয়ে দলের সংগ্রহ ৫৪৯ রান, এর মধ্যে একজনের রানই ৩২০। অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের এক ম্যাচে একাই অর্ধেকের বেশি রান করেছেন বিকেএসপির রিফাত বেগ। দুর্দান্ত এই ইনিংস দিয়ে বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটে রেকর্ডের পাতা যোগ করেছেন বাঁহাতি এই ওপেনার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনূর্ধ্ব-১৮ পর্যায়ের টুর্নামেন্টের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করলেন রিফাত। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে রেকর্ড গড়া এই ইনিংস খেলেও অপরাজিত থাকেন তিনি।
বয়সভিত্তিক জাতীয় টুর্নামেন্টের সেমি-ফাইনাল ম্যাচে ইনিংস উদ্বোধন করতে নেমে শেষ পর্যন্ত ব্যাটিং করেন রিফাত, বল খেলেন ৪৮৩টি। দলের বাকি ১০ ব্যাটসম্যান মিলেও এতো বল খেলতে পারেননি। ১০জন খেলেছেন ৪৭৮ বল, রান করেছেন ২০৪।
রেকর্ড গড়ার দিনে ঢাকা মেট্রোর বোলারদের কাছে রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হন রিফাত। ইনিংস আরও বড় হতে পারতে তার, কিন্তু অন্য প্রান্তে দলের দশম ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ায় সেটা হয়নি। ৬৫০ মিনিট উইকেটে কাটানো রিফাত ৪৮৩ বলে ২৯টি চার ও ৪টি ছক্কায় ৩২০ রানে অপরাজিত থাকেন।
রিফাতের দাপুটে ব্যাটিংয়ে তার দল বিকেএসপি শক্ত অবস্থানে আছে। ঢাকা মেট্রো প্রথম ইনিংসে ১৪৩ রানেই অলআউট হয়ে যায়। জবাবে ৫৪৯ রান তুলে প্রথম ইনিংসেই ৪০৬ রানের বিশাল লিড পায় বিকেএসপি। ম্যাচের তৃতীয় দিনে এই রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১১১ রান তুলেছে ঢাকা মেট্রো, এখনও ২৯৫ রানে এগিয়ে বিকেএসপি।