‘ব্যক্তিগত কারণে’ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্ট খেলবেন না কোহলি

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে খেলবেন না বিরাট কোহলি। ব্যক্তিগত কারণ দেখিয়ে দল থেকে সরে দাঁড়িয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
হায়দ্রাবাদে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৫ জানুয়ারি থেকে। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট হবে ২ ফেব্রুয়ারি থেকে। এই দুই ম্যাচে কোহলিকে পাচ্ছে না ভারত।
ভারতীয় ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 'কোহলি কাছে দেশের হয়ে খেলা সবসময় সবার ওপরে। তবে সামনে এমন কিছু ব্যক্তিগত কারণ হাজির হয়েছে, যা সে এড়াতে পারেনি।'
বিসিসিআই আরও জানিয়েছে, তারা কোহলির এই সিদ্ধান্তকে সম্মান জানান এবং সকলকে নিজেদের তারকা ক্রিকেটারের ব্যক্তিগত ব্যাপারকে শ্রদ্ধা করার অনুরোধ করেছেন, 'বিসিসিআই তার এই সিদ্ধান্তকে সম্মান জানায়। আমাদের তারকা ব্যাটসম্যানের যোগ্য বদলি হিসেবে দলের কাউকে নির্ধারণ করা হবে।'
উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে প্রায় ৪৩ গড়ে ১৯৯১ রান করেছেন কোহলি। এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে নিশ্চিতভাবেই মিস করবে ভারত। তার জায়গায় চার নাম্বারে খেলতে পারেন শ্রেয়াশ আইয়ার অথবা লোকেশ রাহুল।