তিনদিনেই দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত ভারত

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ গেরো খোলার স্বপ্ন নিয়েই খেলতে গেছিল ভারত। প্রথম টেস্টে মুখ থুবড়ে পরেছে রোহিত শর্মার দল। প্রোটিয়ারা ম্যাচ জিতেছে ইনিংস ও ৩২ রানের ব্যবধানে।
মাত্র তিনদিনেই প্রথম টেস্টে ভারতকে বিধ্বস্ত করল দক্ষিণ আফ্রিকা। সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে যাওয়া ভারতকে এখন উল্টো সিরিজ বাঁচানো নিয়েই চিন্তা করতে হবে।
নিজেদের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় ইনিংসে মাত্র ১৩১ রানে গুটিয়ে গেছে ভারত। বিরাট কোহলি একাই লড়েছেন কিছুটা, শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেছেন ৭৬ রান। বাকিরা খাবি খেয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসারদের গতি ও সুইংয়ে। চার উইকেট নিয়েছেন অভিষিক্ত নান্দ্রে বার্গার, তিনটি উইকেট পেয়েছেন মার্কো ইয়ানসেন, দুই উইকেট শিকার করেছেন কাগিসো রাবাদা।
এর আগে প্রথম ইনিংসে ভারতের ২৪৫ রানের জবাবে ডিন এলগারের ১৮৫ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ৪০৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। এলগারের এটিই শেষ টেস্ট সিরিজ। অপরদিকে ভারতের হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন লোকেশ রাহুল। প্রোটিয়াদের হয়ে প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন কাগিসো রাবাদা।