দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে নেই অধিনায়ক বাভুমা

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি টেম্বা বাভুমাকে। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
দল সেমিফাইনালে উঠলেও ব্যাট হাতে ফর্মে ছিলেন না বাভুমা। ভারতের বিপক্ষে ওয়ানডে দলে না থাকলেও টেস্ট দলে অধিনায়ক হিসেবেই রাখা হয়েছে বাভুমাকে।
দক্ষিণ আফ্রিকা বোর্ড যদিও বলছে তাদের নিয়মিত অধিনায়ককে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ধারনা করতে অসুবিধা হওয়ার কথা নয়, বাজে ফর্মের কারণেই বাদ পড়েছেন সাদা বলে প্রোটিয়াদের হয়ে ওপেন করা এই ব্যাটসম্যান।
বাভুমার টি-টোয়েন্টি দলে না থাকাটা অনুমেয়ই ছিল, এই সংস্করণের নেতৃত্ব আগেই ছেড়ে দিয়েছেন তিনি। তবে ওয়ানডে দলে না থাকার কারণ হিসেবে বিশ্বকাপে আট ম্যাচে মাত্র ১৪৫ রান করেছেন বাভুমা। একটি হাফসেঞ্চুরিও করতে পারেননি তিনি৷
২৬ ডিসেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে দক্ষিণ আফ্রিকার জার্সিতে আবারও মাঠে ফিরবেন বাভুমা। তার আগে প্রস্তুতি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলবেন তিনি।