ক্লাব বিশ্বকাপে সিটির প্রথম, গার্দিওলার চার

ম্যানচেস্টার সিটির ইতিহাস বদলানোর মিশনে আরেকটি সাফল্যের পালক যোগ করলেন পেপ গার্দিওলা। ইংলিশ চ্যাম্পিয়ন ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের এনে দিলেন ক্লাব বিশ্বকাপ জয়ের এক নতুন স্বাদ।
ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে ৪-০ গোলে উড়িয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছে ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টারের নীল দলটির জন্য এটি নতুন কিছু হলেও গার্দিওলার জন্য এ যেন দুধ ভাত।
এবার নিয়ে কোচ হিসেবে চারবার ক্লাব বিশ্বকাপ জিতলেন স্প্যানিশ এই মায়েস্ত্রো। এই চার শিরোপা এসেছে তিন ভিন্ন ক্লাবের হয়ে। গার্দিওলাই ক্লাব বিশ্বকাপ চারবার জেতা একমাত্র কোচ।
ফাইনালে প্রথম মিনিটেই হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় সিটি। এই আলভারেজই ম্যাচের শেষদিকে করেছেন সিটির চতুর্থ গোল। মাঝে প্রথমার্ধের ২৭ মিনিটে ফ্লুমিনেন্সের নিনোর আত্মঘাতী গোল ও দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে ফিল ফোডেন করেছেন আরেকটি গোল।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতায় ক্লাব বিশ্বকাপে সুযোগ পায় সিটি। ক্লাব ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়, প্রথম ট্রেবল জয় ও প্রথম ক্লাব বিশ্বকাও জয় এক বছরেই অর্জন করল সিটিজেনরা।