নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে নতুন মুখ হাসান মুরাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ঘরের মাঠে আসন্ন এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেই চোটের কারণে, সহ-অধিনায়ক লিটন দাস এক মাসের ছুটি নিয়েছেন। তাই শান্তকে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব।
দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন হাসান মুরাদ। চলতি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ধারাবাহিক পারফর্ম করার পুরস্কার হিসেবে ডাক পেয়েছেন বাঁহাতি এই স্পিনার।
এনসিএলে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে সাত ইনিংসে বল করেছেন মুরাদ, ১৮.৩১ গড়ে ১৯টি উইকেট শিকার করেছেন তিনি। দুবার ইনিংসে চার উইকেট নিয়েছেন, একবার পেয়েছেন পাঁচ উইকেট। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২৫ ম্যাচ খেলে ১২১ উইকেট শিকার করেছেন হাসান মুরাদ।
টপ অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু এবং পেসার হাসান মাহমুদ এর আগে দলে ডাক পেলেও এখন পর্যন্ত টেস্ট অভিষেক হয়নি তাদের।
নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, হাসান মুরাদ।