শরিফুলের তোপে ৯ রানে ৩ উইকেট হারাল ইংল্যান্ড

ডেভিড মালান আউট হওয়ার পর উইকেটে গিয়েই ঝড় তুলেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তবে সেই ঝড় বেশিক্ষণ বইতে দিলেন না শরিফুল ইসলাম। বাংলাদেশের বাঁহাতি এই পেসারে বলে বোল্ড হওয়ার আগে ১০ বলে ২০ রান করেন বাটলার। ৪২তম ওভারের শেষ দুই বলে জো রুট ও লিয়াম লিভিংস্টোনকে ফিরিয়ে দিয়েছেন শরিফুল।
ক্যাচ তুলে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়া রুট ৬৮ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৮২ রান করেন। ৪২ ওভার শেষে ৫ উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ৩০৭ রান। হ্যারি ব্রুক ও স্যাম কারান শূন্য রানে ব্যাটিং করছেন।
দুর্বার মালানকে ফেরালেন শেখ মেহেদি

পেস কিংবা স্পিন; কোনো কিছুতেই থামানো যাচ্ছিলো না ডেভিড মালানকে। ইংল্যান্ডের এই ওপেনার দাপুটে ব্যাটিং করে যাচ্ছিলেন। ওয়ানডের ষষ্ঠ ও বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি পূর্ণ করার পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন মালান। অবশেষে তাকে থামালেন শেখ মেহেদি হাসান।
বাংলাদেশ স্পিনারকে বাউন্ডারি মারতে গিয়ে বোল্ড হন ১০৭ বলে ১৬টি চার ও ৫টি ছক্কায় ক্যারিয়ার সেরা ১৪০ রান করা মালান। এরপর উইকেটে গিয়েই ঝড় তুলেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার, দারুণ ব্যাটিং করছেন এই ইনিংস দিয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক হয়ে যাওয়া জো রুটও। ৩৮ ওভার শেষে ২ উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ২৭৯ রান। রুট ৭৩ ও বাটলার ৯ রানে ব্যাটিং করছেন।
২০০ ছাড়িয়ে ইংল্যান্ড, কোণঠাসা বাংলাদেশ

দারুণ শুরুর পর উদ্বোধনী জুটিতে ১১৫ রান যোগ করেন ইংল্যান্ডের দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। এই জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন সাকিব আল হাসান। কিন্তু এরপর আবারও ইংলিশদের শাসন। সেঞ্চুরিয়ান মালান ও জো রুটের ব্যাটে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে জয়ে ফিরতে মরিয়া ইংল্যান্ড।
৩৩ ওভার শেষে এক উইকেটে বিশ্ব চ্যাম্পিয়নদের সংগ্রহ ২২১ রান। ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেওয়া মালান ১২২ রানে ও ইংলিশদের সাবেক অধিনায়ক জো রুট ৪৫ রানে ব্যাটিং করছেন। দ্বিতীয় উইকেট জুটিতে ইতোমধ্যে ৯১ বলে ১০৬ রান যোগ গড়েছেন তারা। ১০০ ছুঁয়ে ঝড়ো ব্যাটিং শুরু করা মালানের এটাই বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি।
ইংল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙলেন সাকিব

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে যখন উইকেটের দেখা মিলছিল না, ব্রেক-থ্রু এনে দিয়ে দলে স্বস্তি ফেরান সাকিব আল হাসান। নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও একই ভূমিকায় দেখা গেল বাংলাদেশ অধিনায়ককে। দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান সাবলীল ব্যাটিং করে যাচ্ছিলেন, বাংলাদেশের কোনো বোলারই কিছু করতে পারছিলেন না।
১৮তম ওভারে গিয়ে আঘাত হানলেন সাকিব। ৫৯ বলে ৮টি চারে ৫২ রান করা বেয়ারস্টোর স্টাম্প উপড়ে নিয়েছেন তিনি, দারুণ এক কুইকারে ইংলিশ ওপেনারকে ফেরান অভিজ্ঞ এই স্পিনার। ১৮ ওভার শেষে এক উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ১২৩ রান। দুর্দান্ত ব্যাটিং করতে থাকা মালান ৫০ বলে ৬৫ ও জো রুট ৫ বলে ৪ রানে ব্যাটিং করছেন।
উইকেটের দেখা নেই

আগের রাতে ধর্মশালায় বৃষ্টি হয়েছে, ম্যাচও সকালের। উইকেটে ময়েশ্চার থেকে পেস বোলারদের সুবিধা নেওয়া ভাবনা থেকে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পেসাররা ভালো জায়গাতেই বল করেছেন, কিন্তু জনি বেয়ারস্টো ও ডেভিড মালানের বিপক্ষে সুবিধা করতে পারেননি তারা।
সাফল্য পেতে পাওয়ার প্লেতেই স্পিন আক্রমণে যান সাকিব। শেখ মেহেদি হাসানের পাশাপাশি নিজেও বল হাতে তুলে নেন। একাদশতম ওভারে মেহেদী হাসান মিরাজকে বোলিংয়ে টানেন বাংলাদেশ অধিনায়ক। ১১ ওভারের মধ্যে ৬ জন বোলার বোলিং করেছেন, কিন্তু ইংলিশ ওপেনারদের বিভ্রান্ত করতে পারেননি কেউ-ই। দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা। ১৪ ওভার শেষ বিনা উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ৮৯ রান। বেয়ারস্টো ৩৮ ও মালান ৫০ রানে ব্যাটিং করছেন।