বিশ্বকাপ চ্যাম্পিয়নসহ বাকিরা কে কতো পাবে, জানাল আইসিসি

বিশ্বকাপ জেতা এমনিই সম্মানের, সঙ্গে থাকে অর্থের হাতছানিও। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। যেখানে সর্বমোট অর্থ পুরস্কারের পরিমাণ
বিশ্বকাপে অংশগ্রহণ করা প্রতিটি দলের জন্যই থাকছে অর্থ পুরস্কারের নিশ্চয়তা। যেখানে সবচেয়ে বেশি চার মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৪৫ কোটি টাকা থাকছে চ্যাম্পিয়ন হওয়া দলের জন্য।
দ্বিতীয় সর্বোচ্চ দুই মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ২৩ কোটি টাকা পাবে রানারআপ হওয়া দল। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে আট লাখ ডলার করে অর্থাৎ প্রায় ১০ কোটি টাকা।
গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ছয়টি দল পাবে এক লাখ ডলার করে অর্থাৎ প্রায় দেড় কোটি টাকা। অর্থাৎ বিশ্বকাপে অংশগ্রহণ করা দলগুলোর জন্য অন্তত এক লাখ ডলার অর্থ পুরস্কার নিশ্চিত।
গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৪০ হাজার ডলার করে, অর্থাৎ প্রায় ৪৫ লাখ টাকা। সর্বমোট ১০ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১১৫ কোটি টাকার পুরস্কার দেবে আইসিসি।
২০১৯ বিশ্বকাপেও একই পরিমাণ অর্থ পুরস্কার দিয়েছে আইসিসি। চার বছর পরের বিশ্বকাপ হলেও বাড়েনি অর্থের পরিমাণ।