শান্তর লড়াইয়ের পরও অল্পতেই শেষ বাংলাদেশ

এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৬৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। এ ম্যাচ জিততে হলে বোলারদের অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে।
বাকি ব্যাটসম্যানরা এলেন আর গেলেন। এক নাজমুল হোসেন শান্তই স্রোতের বিপরীতে লড়লেন। তবুও তা যথেষ্ট হলো না বাংলাদেশের জন্য।
নাজমুল হোসেন শান্ত একাই করেছেন ৮৯ রান। দলের বাকি ১০ ব্যাটসম্যান মিলে করেছেন ৭২ রান, বাকি আট রান এসেছে অতিরিক্ত। অভিষিক্ত তানজিদ হাসান তামিম এই ম্যাচের কথা ভুলেই যেতে চাইবেন। অভিষেকে দুই বল খেলে ০ রানে আউট হয়েছেন তিনি।
মোহাম্মদ নাইম, তাওহিদ হৃদয় আর মুশফিকুর রহিম দুই অংকে পৌঁছালেও শান্তকে সঠিক সঙ্গ দিতে পারেননি কেউই। যার কারণে ব্যাটিং ধ্বস নামে সাকিবদের। ১২২ বলে সাত চারে ৮৯ রান করে আউট হন শান্ত।
শ্রীলঙ্কার হয়ে পাথিরানা নেন চার উইকেট, ঠিকাসেনা নিয়েছেন দুটি উইকেট।