আয়রনম্যান চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করলেন আরাফাত

অনেক নাটকীয়তার পর আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন আরাফাত রহমান। বাংলাদেশের আয়রনম্যান খ্যাত এই ক্রীড়াবিদ দেশের জন্য আবারও সুনাম বয়ে এনেছেন।
ফিনল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ চ্যাম্পিয়নশিপে নিজের সব ইভেন্ট সম্পূর্ণ করেছেন আরাফাত। দ্বিতীয়বারের মতো আয়রনম্যান চ্যাম্পিয়নশিপে সব ইভেন্ট শেষ করলেন তিনি।
সব ইভেন্ট শেষ করতে চার ঘন্টা ৫৭ মিনিট ৫৯ সেকেন্ড সময় নিয়েছেন আরাফাত। প্রায় দুই কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১.১ কিলোমিটার দৌড়ের ইভেন্ট ছিলো এই চ্যাম্পিয়নশিপে।
৩৬ মিনিট ১৪ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন আরাফাত, দুই ঘন্টা ৩৪ মিনিট নেন সাইক্লিংয়ে এবং এক ঘন্টা ৩৫ মিনিটে শেষ করেন দৌড়।
নিজের বয়সসীমার প্রতিযোগিদের মধ্যে আরাফাত হন ৩৪৪ তম, সবমিলিয়ে ৩৯৬০ জনের মধ্যে ১৯৬৯ তম হয়েছেন বাংলাদেশের আয়রনম্যান।