স্পেনকে বিশ্বকাপ জিতিয়েই বাবার মৃত্যুসংবাদ শুনলেন কারমোনা

জীবনের সবথেকে আনন্দের দিনটাই আবার অন্যতম কষ্টের দিন হয়ে গেল স্পেনকে বিশ্বকাপ জেতানো ওলগা কারমোনার জন্য। ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের বিশ্বকাপ জিতেছে স্পেন।
ফাইনালে একমাত্র গোলটি করেন দলের অধিনায়ক ওলগা কারমোনা। শিরোপা উদযাপনের সময়ই তিনি জানতে পারেন তার বাবা মারা গেছেন। স্পেন অধিনায়কের বাবার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও তার ক্লাব রিয়াল মাদ্রিদ।
দলের অধিনায়কের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক মাধ্যমে আরএফইএফ লিখেছে, 'বেদনাদায়ক এই সময়ে আমরা ওলগা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ওলগা, আমরা তোমাকে ভালোবাসি। তুমি স্প্যানিশ ফুটবলের ইতিহাস।'
পরবর্তীতে সামাজিকমাধ্যমে বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন কারমোনা। পোস্টে বাবাকে আকাশের তারা হিসেবে উল্লেখ করেছেন তিনি।
চ্যাম্পিয়ন হয়ে পাওয়া সোনালি পদকে চুমু খাওয়ার ছবি দিয়ে ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার লিখেছেন, 'খেলা শুরুর আগেই আমার একটা তারা ছিল, এটা না জেনেই খেলেছি। তুমি আমাকে এসব কিছু অর্জনের শক্তি দিয়েছো। এটাও জানি, আজ রাতে আমাকে দেখে তুমি গর্বিত হচ্ছো। শান্তিতে ঘুমাও, বাবা।'