এমবাপ্পের জোড়া গোল, মেসিকে দুয়োধ্বনি

পিএসজিতে লিওনেল মেসির সময়টা মোটেই ভালো যাচ্ছে না। অনুমতি ছাড়া সৌদি আরব ভ্রমণে গিয়ে পিএসজির সমর্থকদের তোপে পড়তে হয়েছে। একই সঙ্গে পেতে হয়েছে ক্লাব থেকে নিষেধাজ্ঞাও।
অনুমতি ছাড়া সৌদি ভ্রমণে যাওয়ার জন্য পরে অবশ্য ক্লাব আর সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
ক্ষমা চেয়েও পিএসজির সমর্থকদের মন গলাতে পারেননি মেসি। অ্যাজাকসিওর বিপক্ষে ৫-০ গোলে জেতা ম্যাচে যখনই মেসির পায়ে বল গেছে, দুয়ো দিয়েছে তারা। পিএসজির সমর্থকদের কাছ থেকে মেসির দুয়ো শোনার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়, এর আগেও পিএসজির সমর্থকেরা দুয়ো দিয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ককে।
অ্যাজাকসিওর বিপক্ষে ম্যাচটি মেসির জন্য সুখকর না হলেও পিএসজির কেটেছে উৎসবে। পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা দলটির বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নরা জিতেছে ৫-০ ব্যবধানে। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, একটি করে গোল ফ্যাবিয়ান রুইজ, আশরাফ হাকিমি। অপর গোলটি অ্যাজাকসিওর আত্মঘাতি।
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে অবশ্য গোল বা গোলে সহায়তা করতে পারেননি মেসি। উল্টো তার পায়ে বল যাওয়ার পর কিছু সংখ্যক দর্শক প্রতিবার দুয়ো দিয়ে গেছেন।